বাহারি রংয়ের ঘুড়িতে ছেয়ে গিয়েছে আকাশ। বছরের এই সময়টা অর্থাৎ মকর সংক্রান্তির আগে আকাশের এমন রঙিন রূপ দেখতেই অভ্যস্ত গুজরাটবাসী। এবছরও তার অন্যথা হল না। আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে ভাদোদরার আকাশে নানা রংয়ের ঘুড়ির ভিড়।