আজকাল ওয়েবডেস্ক: উৎসবের মরসুমে টিকিটে বড় ছাড়ের ঘোষণা করল ভারতীয় রেল। একটি নতুন 'রাউন্ড ট্রিপ প্যাকেজ' স্কিম চালু করেছে ভারতীয় রেল। এই প্যাকেজে রেলে যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে ২০ শতাংশ ছাড়। এছাড়াও মিলবে আরও বিশেষ কিছু সুবিধা। উৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে (এই অফার সীমিত সময়ের জন্য। ১৩ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত) এই প্যাকেজ চালু করা হয়েছে।

ভারতীয় রেলের বিবৃতি অনুযায়ী, আগামী ১৪ অগাস্ট থেকে বুকিং শুরু হবে এই প্যাকেজের। ২৬ অক্টোবর পর্যন্ত এই টিকিট বুক করা যাবে।  ১৩ অক্টোবর বা তার পরে যাদের ভ্রমণের পরিকল্পনা, তারা ১৪ অগাস্ট থেকে এই প্য়াকেজের অধীনে টিকিট কাটতে পারবেন। রিটার্ন টিকিটও ওই সময়ই কাটতে পারবেন। ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের সময়সীমার জন্য় রিটার্ন টিকিট বুক করা যাবে। এক্ষেত্রে রিটার্ন টিকিটে অ্যাডভান্সড রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম কার্যকর হবে না।

আরও পড়ুন-  ইউপিআই দিয়ে টিকিট বুক করলেই দিতে হচ্ছে বাড়তি মাশুল, কী জানাল ভারতীয় রেল

গুরুত্বপূর্ণভাবে, ছাড়টি কেবল তখনই বৈধ হবে যদি পরবর্তী এবং ফেরত উভয় টিকিট একই যাত্রীর নামে বুক করা হয় এবং উভয় টিকিটই নিশ্চিত করা হয়। এই প্রকল্পের অধীনে রিটার্ন টিকিট বুকিংয়ের জন্য ARP নিয়ম প্রযোজ্য হবে না। ২০% ছাড় শুধুমাত্র রিটার্ন যাত্রার মূল ভাড়ার উপর প্রযোজ্য হবে।

তবে রাউন্ড ট্রিপ প্য়াকেজের অধীনে কাটা টিকিট বাতিল করলে, তার টাকা রিফান্ড পাওয়া যাবে না। রেল ডিসকাউন্ট কুপন, ভাউচার বা রেল পাসও কার্যকর হবে না এই প্যাকেজে টিকিট বুক করলে।

ভারতীয় রেল ঘোষণা করেছে যে, এর প্রভাব মূল্যায়ন এবং যাত্রীদের কাছ থেকে প্রতিক্রিয়া জানাতে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি কার্যকর করা হচ্ছে। মূল ভাবনা হল, উৎসবের মরশুমে ভ্রমণের সময় উভয় দিকে ট্রেনের সর্বাধিক ব্যবহার করা যাতে যাত্রী প্রবাহ ব্যবস্থাপনা এবং পরিষেবার উন্নত সরবরাহ নিশ্চিত করা যায়।