আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল যাত্রীদের যাত্রাকে আরও সহজ ও যাত্রীকেন্দ্রিক করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। যেহেতু একজন যাত্রীর যাত্রা শুরু হয় টিকিট বুকিং-এর মাধ্যমে তাই জাতীয় পরিবহন সংস্থা এই প্রক্রিয়া সহজ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে।


চলতি বছরের জুলাই মাসে টিকিট বুকিং ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে রয়েছে এজেন্টদের জন্য সংশোধিত তৎকাল বুকিং সময়সীমা এবং তৎকাল টিকিট রিজার্ভেশনের ক্ষেত্রে আধার যাচাই বাধ্যতামূলক করা।

আরও পড়ুন: অবসরের বয়স নিয়ে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া, কেন এমন করল টাটা গোষ্ঠী


চলতি বাদল অধিবেশনে রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করেন যে, আইআরসিটিসি (IRCTC) কি সত্যিই ইউপিআই (UPI) বা অন্যান্য ডিজিটাল মোডে টিকিট বুক করলে নন-এসি টিকিটের জন্য ১০ এবং এসি টিকিটের জন্য ২০ অতিরিক্ত চার্জ নেয় কিনা। তিনি এও জানতে চান  নগদহীন অর্থনীতি ও ইউপিআই ব্যবহারের প্রচারের পরেও কেন এই চার্জ নেওয়া হচ্ছে?


জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলওয়ে সংরক্ষিত টিকিট অনলাইনে বুক করার সুবিধা দিয়েছে, যাতে যাত্রীরা রিজার্ভেশন কাউন্টারে গিয়ে সময় ও যাতায়াত খরচ বাঁচাতে পারেন। ৮ জুলাই এক লিখিত বিবৃতিতে রেলমন্ত্রী জানান, অনলাইন টিকিটিং সুবিধা প্রদানে আইআরসিটিসির উল্লেখযোগ্য ব্যয় হয় এবং সেই ব্যয় মেটাতে ও টিকিটিং পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ, আপগ্রেডেশন ও সম্প্রসারণের জন্য খুবই সামান্য পরিমাণে কনভিনিয়েন্স ফি (সুবিধা ফি) নেওয়া হয়।


তিনি আরও বলেন, আইআরসিটিসি প্রদত্ত অনলাইন টিকিট বুকিং সুবিধা ভারতীয় রেলের অন্যতম যাত্রীবান্ধব উদ্যোগ। বর্তমানে প্রায় ৮৭ শতাংশ সংরক্ষিত টিকিট অনলাইনে বুক করা হয়। 


চলতি বছরেই আইআরসিটিসি টিকিট বুকিং ব্যবস্থায় দুর্নীতি রুখতে ২.৫ কোটিরও বেশি ইউজার আইডি নিষ্ক্রিয় করেছে। বৈষ্ণব বলেন, টিকিট বুকিং ব্যবস্থায় অনিয়ম রোধে সাম্প্রতিককালে আইআরসিটিসি ২.৫ কোটির বেশি ইউজার আইডি নিষ্ক্রিয় করেছে।  ডেটা বিশ্লেষণে তাদের তথ্য সন্দেহজনক বলে পাওয়া গেছে।


প্রসঙ্গত, বিভিন্ন সময়ে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ভ্রমণকারীদের জন্য ট্যুর প্যাকেজ তৈরি করে পর্যটকদের আকর্ষণ করে। এই প্যাকেজগুলি একেবারে ঝঞ্ঝাটমুক্ত হয়। শুধু টাকা দিয়ে বুক করলেই হল। এবার তাদের নির্দেশমতো সংশ্লিষ্ট বিমান বা রেলওয়ের স্টেশনে পৌঁছে গেলেই হল। এবারও সেপ্টেম্বর-অক্টোবর মাসে IRCTC একাধিক দুর্দান্ত ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে।
আইআরসিটিসি সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫-এর জন্য বিভিন্ন ডোমেস্টিক ট্যুর প্যাকেজ অফার করছে। এগুলির মধ্য়ে নির্ভেজাল ছুটি কাটানোর জায়গা যেমন রয়েছে, তেমনই জ্যোতির্লিঙ্গ যাত্রাও রয়েছে। 


দ্বারকা (নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ), ভেরাভাল (সোমনাথ জ্যোতির্লিঙ্গ), নাসিক (ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ), খড়কি (ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ), ঔরঙ্গাবাদ (গ্রিশনেশ্বর জ্যোতির্লিঙ্গ), উজ্জয়িনী (মহাকালেশ্বর ও ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ)
প্যাকেজ কমফোর্ট: ৩৭,১১৫ টাকা
স্ট্যান্ডার্ড: ৩০,১৫৫ টাকা
৩. শিশুদের জন্য (৫-১১ বছর):
৩৩,৪০০ (কমফোর্ট), ২৮,৭৬৫ (স্ট্যান্ডার্ড)
ভারত গৌরব ট্রেনে যাত্রার ব্যবস্থা। ট্রেন ভাড়া, খাবার, থাকার ব্যবস্থা, গাইডেড ট্যুর ইত্যাদি অন্তর্ভুক্ত 


২. পুরী-কলকাতা-গঙ্গাসাগর যাত্রা
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ – ২২ সেপ্টেম্বর ২০২৫
খরচ কমফোর্ট (২এ): ৪০,৩০০
স্ট্যান্ডার্ড (৩এ): ৩০,৪৮০
ইকনমি (এসএল): ১৮,৪৬০
বিস্তারিত: ভারতীয় তীর্থস্থান ও সংস্কৃতিক স্থান সমূহে ভ্রমণ