কখনও কখনও গ্রহরা বিশেষ যোগ তৈরি করে যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর।জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীঘ্রই সূর্য অবস্থান পরিবর্তন করায় তিন রাশির জীবনে নেতিবাচক বদল আসতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।

আগামী ১৭ আগস্ট সূর্য রাশিচক্র পরিবর্তন ঘটবে। সিংহ রাশিতে গমন করবে গ্রহদের রাজ।১৭ সেপ্টেম্বর পর্যন্ত সূর্য সিংহ রাশিতে থাকবে।  সিংহ রাশির অধিপতি হলেন সূর্য৷ সিংহ রাশি একটি অগ্নিময় এবং স্থিতিশীল রাশি, যা আত্মবিশ্বাস, নেতৃত্ব, সৃজনশীলতা এবং প্রতিপত্তির প্রতিনিধিত্ব করে। নিজের ঘরে প্রবেশ করে কয়েকগুণ শক্তি বাড়বে গ্রহরাজের। সূর্যের রাশি পরিবর্তন বেশ কিছু রাশির দুর্ভাগ্য বয়ে আনতে পারে৷ কারা সতর্ক না হলেই বিপদে পড়বেন? জেনে নিন- 


কন্যা: সূর্যের প্রভাবে কন্যা রাশির দুঃসময় আসতে চলেছে। এই সময়টায় রাগ নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বিবাদে জড়াতে পারেন। অচেনা কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। আর্থিক সঙ্কটে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। খাদ্যাভ্যাস ঠিক না রাখলে বড়সড় রোগে ভুগতে পারেন। খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। জীবনের প্রতিটি পদে সতর্ক থাকুন। আত্মবিশ্বাস দুর্বল থাকবে৷ কোনও ষড়যন্ত্রে মান-সম্মানে আঘাত লাগতে পারে।


মকর: গ্রহরাজ ঘর বদল করায় পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মকর রাশির জাতক-জাতিকারা। অসাবধান হলে খোয়াতে পারেন অর্থ। অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব হারানোরও ভয় রয়েছে। কাজের মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। সামান্য কারণে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতি নজর থাকুন, দীর্ঘস্থায়ী রোগে ভুগতে পারেন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বুঝেশুনে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন।


কুম্ভ: সূর্যের অশুভ প্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। নানা রকম ঝামেলায় জড়াতে পারেন মকর রাশির মানুষেরা। সঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। সম্পর্কে চিড় ধরতে পারে। বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে৷ সঙ্গীর সঙ্গে ভেবেচিন্তা কথা বলুন। মুখের কথার জন্য পরে আফসোস হতে পারে। হাড়ের ব্যথা ও ত্বকের সমস্যায় ভুগতে পারেন। মানসিক চাপ বাড়বে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নিজে গাড়ি চালালে সাবধানে চালান। সরকারি কাজ আটকে যেতে পারে।