আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে‌। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল যাত্রীবাহী একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ক্যানেলে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির অধিকাংশের বেশি যাত্রী। গুরুতর আহত হয়েছেন বাকিরাও। 

 

জানা গেছে, গাড়ির যাত্রীরা সকলে মিলেই একটি মন্দিরে গিয়েছিলেন। সম্ভবত শ্রাবণ মাসে বিশেষ পুজোর জন্যেই গিয়েছিলেন তাঁরা। পুজো দিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনাটি। এখনও পর্যন্ত মৃতেদের নাম, পরিচয় জানা যায়নি।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্দা জেলায়। পুলিশ জানিয়েছে, এদিন সকালে ভারী বৃষ্টির মধ্যে একটি বোলেরো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। গাড়িটিতে ১৫ জন যাত্রী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারাতেই রাস্তার ধারে একটি খালে যাত্রীবাহী গাড়িটি উল্টে পড়ে। বন্ধ গাড়িতে দমবন্ধ হয়েই যাত্রীদের প্রাণ যায়। 

 

বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

আরও পড়ুন: টিকিট ছাড়াই লোকাল ট্রেনে, ধরা পড়তেই খেপে উঠল যাত্রী, রেলের অফিসে ঢুকে ভাঙচুর, গালিগালাজ, দেখুন ভিডিও

 

পুলিশ আরও জানিয়েছে, গাড়ির যাত্রীরা একটি মন্দিরে পুজো দিতে গিয়েছেন। একটি মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন সকলে। এক এলাকার বাসিন্দা হয়তো সকলেই‌ পুজো দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তাও খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাকি বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন, তাও তদন্ত করছে তারা। 

 

দুর্ঘটনার পরেই শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, 'গোন্দা জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় এতজনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।' 

 

প্রসঙ্গত, গত সোমবার উত্তরপ্রদেশে আরও একটি দুর্ঘটনা ঘটেছে‌। সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের বারাবঁকি জেলার আওসানেৎশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত দুই জন ভক্তের। আহত হয়েছেন আরও ১৯ জন। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৩টা নাগাদ মন্দিরে জড়ো হওয়া ভক্তদের উপর আচমকা একটি বিদ্যুতের তার পড়ে যায়, যার ফলে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জেলা শাসক শশাঙ্ক ত্রিপাঠী জানান, “সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দর্শনের জন্য ভোর থেকেই ভক্তরা জমা হয়েছিলেন। সেই সময় কিছু বানর ওভারহেড বৈদ্যুতিক তারে লাফাতে থাকে, যার ফলে পুরনো ও ক্ষয়প্রাপ্ত তারটি ছিঁড়ে পড়ে টিনের ছাউনির ওপর। ছাউনিতে কারেন্ট ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই।” পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন হলেন মুবারকপুরা গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি প্রশান্ত। অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দু'জনেরই মৃত্যু হয় ত্রিবেদিগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায়।