আজকাল ওয়েবডেস্ক: উন্নত ব্যবস্থা। আর ব্যবস্থা রয়েছে যখন কাজে লাগাবেন না কেন! এই ভেবেই গিয়েছিলেন অতিরিক্ত কারিকুরি করতে।  ব্যাস। শখ মেটাতে গিয়ে দিতে হল প্রাণ। ব্রিটিশ যুবকের  পরিণতি দেখে চমকে উঠছেন সকলে। সাবধান করছেন অন্যকে। বলছেন এই ধরনের কারিকুরি নিজের উপর করানোর আগে যেন মাথায় থাকে এই ঘটনা। অনেকেই আবার জোর দিচ্ছেন এই প্রক্রিয়ার পূর্ববর্তী পরীক্ষাগুলির উপর। যেসব পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই এই ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। সেগুলি আগে নিখুঁতভাবে করানো দরকার বলে মনে করছেন তাঁরা।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে তুরস্কে ঘুরতে গিয়ে ব্রিটিশ পর্যটকের মনে হয়, তিনি দিনে দিনে চুল পড়ে গিয়ে ফাঁকা হয়ে যাওয়া মাথায় আর চুল গজাবেন। চুল প্রতিস্থাপন কোনও নতুন বিষয় নয় এখনকার দিনে। তুরস্কের সংবাদমাধ্যম OdaTV সূত্রে খবর, তুরস্কের রাজধানীর বেসিকতাস এলাকায় CINIK নামক একটি বেসরকারি ক্লিনিকে ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি নিজের চুল প্রতিস্থাপন করানোর জন্য গিয়েছিলেন। চুল প্রতিস্থাপনের গড় খরচ ব্রিটেনে অনেকটাই বেশি। প্রতি বছর প্রায় ১৫০,০০০ ব্রিটিশ মানুষ তুরস্কে যান এবং প্রায় অর্ধেক খরচে এই প্রক্রিয়া সম্পন্ন করেন, ওই সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। 

আরও পড়ুন: এখনই তুমুল ঝড়-জল শুরু হবে তিন জেলায়, মুহুর্মুহু বাজ পড়বে কলকাতায়! বাইরে বেরনোর আগে দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

যদিও পর্যটকের মৃত্যু প্রসঙ্গে ওই ক্লিনিকের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর নয়, বরং অস্ত্রোপচার শুরুর আগেই ওই পর্যটক অসুস্থ হতে শুরু করেন। CINIK জানিয়েছে যে এটি তাদের ক্লিনিকে ব্যক্তির দ্বিতীয় প্রতিস্থাপন প্রক্রিয়া চলছিল। এর আগেও, ২০২৪-এর জুলাই মাসে ওই ক্লিনিকেই তিনি চুল প্রতিস্থাপন করান। সেই কারণেই দ্বিতীয়বার তিনি ওই ক্লিনিকেই গিয়েছিলেন। অ্যানেস্থেসিওলজিস্টের তত্ত্বাবধানে ওই ব্যক্তির প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করা হয় তারপরেই ওই ব্যক্তিকে প্রতিস্থাপন প্রক্রিয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে ক্লিনিকের পক্ষ থেকে।  আচমকা প্রক্রিয়ার মাঝেই ওই ব্যক্তির অসুস্থতা বুঝতে পারার পর, তৎক্ষণাৎ তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ইনটেনসিভ কেয়ারে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

ওই ক্লিনিক জানাচ্ছে, ‘আমাদের ক্লিনিক একটি অভিজ্ঞ চিকিৎসা প্রতিষ্ঠান যা এখন পর্যন্ত ৭০,০০০ এরও বেশি চুল প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক চিকিৎসা নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে বিষয়টি বিচার বিভাগীয় সংস্থাগুলি তদন্ত করছে।‘ একই সঙ্গে জানিয়েছে,এ কাধিক সংবাদ মাধ্যমে ক্রমাগত প্রচারিত হচ্ছে যে, ব্যক্তির অস্ত্রোপচারের সময় তাঁর মৃত্যু হয়েছে, যা একেবারে ভুল তথ্য, মিথ্যা তথ্য। প্রক্রিয়া শুরুর আগেই তিনি অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ক্লিনিকটি তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল, তাও জানানো হয়েছে।


ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) সরকারি সংস্থা মেট্রোকে জানিয়েছে, ‘আমরা তুরস্কে মারা যাওয়া ব্যক্তির পরিবারের পাশে রয়েছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।‘