মিল্টন সেন, হুগলি: শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি। এর জন্য হল বিভিন্ন ক্যাম্প। যার জন্য উঠল নানা দাবি। রাস্তা, স্কুল, নিকাশি, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন দাবির পাশাপাশি উঠে এল হরিসভা তৈরি করে দেওয়ার আবদার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করার পর শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এই কর্মসূচির কাজ। 

 

এদিন পোলবা দাদপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে প্রকল্পের কাজ দেখতে আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত এবং পোলবার বিডিও জয়দীশ চন্দ্র বাড়ুই। এদিন বিডিও জানিয়েছেন, ২ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্পের কাজ। একই সঙ্গে চলবে দুয়ারে সরকারও। এদিন মহানাদের ১৪ এবং ১৬ নম্বর বুথে এই কাজ হয়। 

 

রাজ্য সরকারের তরফে প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। স্থানীয় মানুষদের ছোটখাটো যে সমস্যা রয়েছে সমাধান করা হবে। জল নিকাশি থেকে শুরু করে আলো, সবই এই প্রকল্পের মাধ্যমে হবে।বিধায়ক তপন দাশগুপ্ত আরও বলেন, এদিন অনেকগুলো ক্যাম্প হয়েছে। এখানে সাধারণ মানুষ এসেছেন। তাঁরা বলেছেন, তাঁরা অনেক কিছুই পেয়েছেন। তবে কিছু কিছু কাজ তাঁরা দাবি করছেন। দশ লক্ষ টাকা দেওয়া হবে, তা দিয়ে কেউ বলছেন অঙ্গনওয়াড়ি স্কুলের চাল, কেউ বলছেন একটু রাস্তাটা করে দিতে হবে। 

 

আরও পড়ুন: অশনি সংকেত! অতি প্রবল বৃষ্টি ৫ জেলায়, জারি লাল সতর্কতাও, আগামী সপ্তাহেও চরম দুর্ভোগ এই জেলাগুলিতে

 

কারও আবার দাবি একটা হরিসভা করে দিলে ভাল হয়। সরকারি আধিকারিকরা রয়েছেন এর সঙ্গে জড়িত। বিডিও আছেন। তিনি সব মানুষের দাবি দাওয়া গুরুত্ব সহকারে দেখছেন। সেগুলো নথিবদ্ধ করে নিচ্ছেন। পরবর্তী সময়ে আলোচনা করে এগুলো সমাধান করে দেওয়া হবে। চুঁচুড়ার বিধায়ক, পুরপ্রধান, স্থানীয় জনপ্রতিনিতি, জেলা সদর ডেপুটি ম্যাজিস্ট্রেট অনিন্দ্য ভট্টাচার্য, পুরসভার সরকারি আধিকারিকের উপস্থিতিতে হুগলি চুঁচুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ২৯১, ২৯২ নম্বর বুথে ক্যাম্প করা হয়। 

 

ক্যাম্পে মূলত নাগরিকরা পানীয় জল, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বদ্ধপুকুর সংস্কার ও রাস্তার সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ক্যাম্পে আসা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা নথিভুক্ত করেন। পরবর্তী কালে তা সমাধান করা হবে। পাশাপাশি নাগরিক পরিষবা দেওয়ার লক্ষ্যে চালিয়ে যাওয়া হয় দুয়ারে সরকার সহায়তা ক্যাম্প। 

 

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 'আমাদের পাড়া আমাদের সমাধান'-এর মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে তাঁদের বসতি এলাকায় যেই যেই সমস্যাগুলির তাঁরা মুখোমুখি হচ্ছেন সেই সমস্ত সমস্যার সমাধানে রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। শিবিরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কর্মসূচির রূপায়নের জন্যই শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছেন প্রশাসনিক কর্তারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রথমদিনেই এই শিবিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্ত্রী থেকে মেয়র, শনিবার এই কর্মসূচির সূচনায় যোগ দিলেন সকলেই। হুগলিতেও জোরকদমে শুরু হল কাজ। 

ছবি: পার্থ রাহা