আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের পশ্চিম লন্ডনে গত বছর ঘটে যাওয়া এক ভয়াবহ যুগল হত্যাকাণ্ড নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, মামলার চলমান বিচারপর্বে এমন এক ভীতিকর ভিডিও সামনে এসেছে, যা গোটা তদন্তেই নতুন মোড় এনে দিয়েছে। হত্যার পর কাটা দেহ ঢুকিয়ে ফেলেছিল স্যুটকেসে, ভিডিও দেখে আঁতকে উঠেছেন তদন্তকারীরা। ৩৫ বছর বয়সি কলম্বিয়ান নাগরিক ও পর্ন অভিনেতা ইওস্টিন আন্দ্রেস মস্কেরাকে সম্প্রতি পল লংওয়ার্থ (৭১) ও আলবার্ট আলফোনসো (৬২) নামের এক সমলিঙ্গ যুগলকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

তবে যা সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে, তা হল একটি গোপন ক্যামেরায় ধারণ করা অত্যন্ত পীড়াদায়ক ভিডিও— যেখানে দেখা যায়, মস্কেরা যুগলকে খুন করার পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় রক্তমাখা শরীরে নেচে-গেয়ে উন্মাদনার সাথে ঘুরে বেড়াচ্ছে। একই ক্যামেরা তাকে যুগলকে হত্যা ও মরদেহ কেটে টুকরো করতে দৃশ্যধারণ করে। খুনের পর মস্কেরা মৃতদেহ দুটিকে কেটে ফেলেন, মাথা বিচ্ছিন্ন করেন এবং দেহাংশগুলো স্যুটকেসে পুরে প্রায় ১০০ মাইল দূরে ক্লিফটন সাসপেনশন ব্রিজ এলাকায় ফেলে দেন।

আরও পড়ুন: এমনিতে সাদামাটা ছবি, কিন্তু মহিলার ওইখানে ওটা কী? ভাইরাল ছবিতে বিভ্রান্তি, হাসিতে ফেটে পড়ছে নেটদুনিয়া

মঙ্গলবার মামলার তদন্তকারী ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর ওলি স্ট্রাইড বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর তদন্তের একটি। সেই ভিডিও আমাদের মন থেকে কখনও মুছে যাবে না।” উলউইচ ক্রাউন কোর্টে মামলাটি চলছে, যেখানে জুরি বোর্ডকে বারবার ওই ভিডিও দেখতে হয়। সেই ভয়ানক ফুটেজের ভিত্তিতেই মস্কেরাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়।

আরও পড়ুন:  পুরুষাঙ্গের মতো দেখতে ওটা কী ধেয়ে আসছে পৃথিবীর দিকে? ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে বিশ্ব! উৎপত্তি অজানা, গতিপথ রহস্যজনক! 

জানা গেছে, হত্যার আগে মস্কেরা নিয়মিতভাবে ওই যুগলের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন এবং সেই সময়ের 'প্রাইভেট মুহূর্ত' ধারণ করতে ওই ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু হত্যার মুহূর্তও সেই ক্যামেরায় ধরা পড়ে যায়। এখন পুরো যুক্তরাজ্য জুড়ে এই ঘটনা ঘৃণা ও আতঙ্কের সঞ্চার করেছে। অভিযুক্ত মস্কেরার সাজা ঘোষণা হবে ২৪ অক্টোবর। তদন্তকারীদের মতে, এই মামলা শুধু বর্বরতার নজির নয়, বরং এক অন্ধকার মানসিক বিপর্যয়ের প্রকাশ— যেখানে পর্ন তারকার পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল এক নির্মম খুনি।