আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর, অপারেশন মহাদেব। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অপারেশন শুরু করে সোমবার। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্রীনগরে দাচিগাম ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী হারওয়ান এলাকায় চলছে সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের লড়াই।
OP MAHADEV
— Chinar Corps???? - Indian Army (@ChinarcorpsIA)
Contact established in General Area Lidwas. Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/xSjEegVxraTweet by @ChinarcorpsIA
ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দিয়েছে। ইতিমধ্যে ওপি মহাদেবের তথ্য দুটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছে তারা। একটিতে তারা জঙ্গিদের তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানিয়েছে। পরে আরও একটি পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘তীব্র গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।'
OP MAHADEV - Update
— Chinar Corps???? - Indian Army (@ChinarcorpsIA)
Three terrorist have been neutralised in an intense firefight. Operation Continues.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/5LToapGKufTweet by @ChinarcorpsIA
অপারেশন মহাদেব সম্পর্কে এর বেশি তথ্যও তারা প্রকাশ্যে আনেনি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে নানা তথ্য ইতিমধ্যে সামনে আসছে একে একে। জানা যাচ্ছে, ওই তিন জঙ্গি অন্য দেশের। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই নিহত তিন জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। আবার একাধিক সংবাদ মাধ্যম সেই তথ্যও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি এখনও।
তথ্য, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে তল্লাশি শুরু হয়। প্রাথমিক তল্লাশিতে গুলির শব্দ পাওয়ার পরেই, অতিরিক্ত সেনা-পুলিশ মোতায়েন করা হয়, ঘিরে ফেলা হয় সমগ্র এলাকা। এখনও অভিযান অব্যাহত রয়েছে।
২২ এপ্রিল। পহেলগাঁও হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ছবি- এক্স হ্যান্ডেল, চিনার কর্পস, ভারতীয় সেনা।
