আজকাল ওয়েবডেস্ক: তাঁরা আর এই দুনিয়ায় নেই। কিন্তু চাইলে জানতে পারবেন তাঁদের অতীত। তার জন্য প্রয়োজন কেবল এক স্ক্যান করার। এই ব্যবস্থা চালু হচ্ছে এ দেশেই।

কী সেই ব্যবস্থা? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, ঘটনাস্থল কেরল। সেখানেই এক ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছেন। কী সেই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর প্রিয়জনের সমাধিফলকে একটি ধাতব কিউআর কোড যুক্ত করেছেন, যা স্ক্যান করলেই দর্শনার্থীরা সেখানে শান্তিতে শুয়ে থাকা ব্যক্তির জীবন, স্মৃতি এবং উত্তরাধিকার সম্পর্কে আরও জানতে পারবেন।

এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তাতেই উঠে এসেছে এই ঘটনাটি। সোশ্যালমিডিয়া ব্যবহারকারী এক যুবক ভিডিওতে দেখিয়েছেন, তিনি সেখানকার একটি কবরস্থানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একপ্রকার তাজ্জব।

আরও পড়ুন: বীর্য নিয়ে ধাপ্পাবাজি! ৩৫ লাখের ‘সারোগেসি’ খরচের পর বাবা-মা জানলেন ঘরে খেলছে অন্যের মিলনের সন্তান,

 কারণ কী? কারণ ওই যুবক কবরস্থানে গিয়ে আবিষ্কার করেন কিউআর কোড। কৌতূহল বশত তাতে স্ক্যান করতেই দেখতে পান, তাঁর ফোনে একে একে ফুটে উঠছে এক ব্যজতির ছবি, নাম এবং পরিচয়। ওই ব্যক্তি প্রয়াত হয়েছেন আগেই, তাঁর কবর রয়েছে ওই সমাধিস্থলেই। সেখানে ওই ব্যক্তির কেবল নাম, জন্ম তারিখ, জন্মস্থান এবং একটি ছবি সম্পর্কিত মৌলিক তথ্যই ছিল না, বরং তাঁর পেশা এবং পরিবার সম্পর্কেও বিস্তারিত তথ্য ছিল।ব্যজতিগর তথ্যও, স্মৃতির ভাণ্ডার সঙ্গেই পরপর সাজানো নিকটাত্মীয়ের সঙ্গে সারি সারি ছবিও। ওয়েবসাইটে মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, নাতি-নাতনি এমনকি শ্বশুরবাড়ির তথ্যও দেওয়া হয়েছে। তাছাড়া, কেউ সাম্প্রতিক দর্শনার্থীদের সম্পর্কেও জানতে পারে, কারণ একটি অংশ রয়েছে যেখানে সমাধিপ্রস্তর পরিদর্শনকারী ব্যক্তিরা তাদের নাম রেখে যান। ওই যুবক ভিডিওতে বলেছেন, ওই সমাধিস্থল কেবল একটি নিছক সমাধিস্থল নয়, তা একটি গল্প। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Last Gift (@thelastgiftofficial)