বর্তমানে টলিপাড়া কাঁপাচ্ছেন ইধিকা পাল। একসময় ছোটপর্দা দিয়ে শুরু হলেও, এখন বড়পর্দায় রাজত্ব করছেন দেবের 'কিশোরী'। ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’ দিয়ে অভিনয় জীবন শুরু। এরপর ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে কাজ করেন ইধিকা।

 

 

 

 

 

তবে বড়পর্দা পেরিয়ে ফের আরও একবার ছোটপর্দায় ফিরছেন ইধিকা। 'পিলু' ধারাবাহিকের পর ফের জি বাংলার পর্দায় নতুন চমক আনতে চলেছেন ইধিকা। সূত্রের খবর, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে নাকি এবার ইধিকা পালকে দেখা যাওয়ার কথা। যদিও চ্যানেলের তরফে এখনও এই নিয়ে কোনও ঘোষণা হয়নি।

 

 

তবে সূত্রের খবর, এবার জি বাংলার মহালয়ায় দেবী রূপে ইধিকাই থাকছেন। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সেই প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন তিনি। তবে এখনও শুরু হয়নি মহালয়ার শুটিং। খুব তাড়াতাড়ি নতুন অবতারে সামনে আসছে চলেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ইনিকা যেমন দুর্গা রূপে থাকবেন, তেমনই দেবীর অন্যান্য রূপে দেখা যাবে জি বাংলার নায়িকাদের। তাঁদের মধ্যে অন্যতম দিতিপ্রিয়া রায়, অন্বেষা হাজরা, মোহনা মাইতি, ঈশানী চট্টোপাধ্যায় ও দিব্যাণী মণ্ডল। এছাড়াও থাকবেন জি বাংলার আরও নায়িকারা।

 

 

আরও পড়ুন: অপেক্ষার অবসান, শুটিং শুরু 'ইন্দু ৩'-এর, এবার কি রহস্যের জাল কেটে বেরোতে পারবেন ইশা সাহা? 

 

২০২২ সালের পর, ২০২৪ সালে আবারও দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। তবে ছোটপর্দায় কোয়েল মল্লিকের পর, দুর্গা হিসেবে সবচেয়ে জনপ্রিয় শুভশ্রীই, সে বিষয়ে সন্দেহ নেই। এবার মহালয়ার প্রস্তাব গিয়েছিল তাঁর কাছেও। তবে এই মুহূর্তে ছবি ও সিরিজের শুটিংয়ের কাজে ব্যস্ত শুভশ্রী। তাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কথা ছিল, কৌশানী মুখোপাধ্যায়ের দুর্গা হওয়ার। তবে চ্যানেলের তরফেই নাকি আর কথা এগোয়নি। শেষ পর্যন্ত ইধিকাকেই চূড়ান্ত করেছে জি বাংলা। এই প্রথমবার দুর্গা রূপে দর্শকমনে জায়গা করতে পারবেন ইধিকা? সেটাই এখন দেখার।

 

 

 

দেবের সঙ্গে ইধিকার জুটি বর্তমানে সুপারহিট। ইধিকার ভাগ্য রাতারাতি বদলে দেয় 'খাদান'। 'প্রিয়তমা' ছবির মাধ্যমে ওপার বাংলার সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হন ইধিকা। বড়পর্দায় এটাই ছিল অভিনেত্রীর প্রথম কাজ। আগামীতে অভিনেত্রীকে দেখা যাবে সোহম চক্রবর্তীর বিপরীতে থ্রিলার ঘরানার 'বহুরূপ' ছবিতে। এছাড়াও দেবের আসন্ন ছবি 'রঘু ডাকাত'-এও দেখা যাবে অভিনেত্রীকে।

 

 

 

 

প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। 

 

 

 

ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা‌। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এইআই দ্বারা নির্মিত ওই প্রোমোতে যদিও স্পষ্ট হয়নি কোয়েলের মুখ। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি আবারও দুর্গা রূপে নিজেকে তুলে ধরতে প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেত্রী। 

 

 

 

স্টার জলসায় কোয়েলের সঙ্গে 'মহাদেব'-এর চরিত্রে থাকছেন 'পরশুরাম' ইন্দ্রজিৎ বসু। তবে এবার জি বাংলায় ইধিকার সঙ্গে শিব রূপে কে থাকছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। উঠে আসছে 'রোহিত' ওরফে অভিষেক বসুর নাম। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।