আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের অধীনস্ত পোস্ট অফিস তার গ্রাহকদের জন্য পরিচালিত টাইম ডিপোজিট স্কিমের সুদের হার পরিবর্তন করেছে। পোস্ট অফিস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্কিমের সংশোধিত সুদের হার আপলোড করেছে। পোস্ট অফিস কিছু নির্দিষ্ট সময়ের জন্য টিডি স্কিমের সুদের হার কমিয়েছে, অন্যদিকে একটি নির্দিষ্ট সময়ের টিডি স্কিমের সুদের হার বাড়ানো-ও হয়েছে। এই প্রতিবেদনে পোস্ট অফিসের টিডি স্কিমে আলোকপাত করা হবে, যেখানে মাত্র ১ লক্ষ টাকা জমা দিয়ে ১৪,৬৬৩ টাকার স্থির সুদ পাওয়া যাবে।

২ বছর এবং ৩ বছরের টিডি স্কিমের সুদের হার কমানো হয়েছে
পোস্ট অফিসে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছরের জন্য টিডি অ্যাকাউন্ট খোলা যাবে। পোস্ট অফিস ২ বছর এবং ৩ বছরের টিডি স্কিমের সুদের হার কমিয়েছে। পোস্ট অফিসে ২ বছরের টিডি-র সুদের হার ৭.০ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ এবং ৩ বছরের টিডি-র সুদের হার ৭.১ শতাংশ থেকে কমিয়ে ৬.৯ শতাংশ করেছে। 

কত বছরের মেয়াদে টিডি স্কিমের সুদের হার বৃদ্ধি?
পোস্ট অফিস ৫ বছরের টিডি-র সুদের হার ৭.৫ থেকে বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়েছে। 

যদি ১,০০,০০০ টাকা জমা করেন, তাহলে ১৪,৬৬৩ টাকা নির্দিষ্ট সুদ পাবেন
পোস্ট অফিসে ২ বছরের টিডি স্কিমে ১ লক্ষ টাকা জমা করেন, তাহলে মেয়াদপূর্তিতে আপনি মোট ১,১৪,৬৬৩ টাকা পাবেন। এর মধ্যে আপনার বিনিয়োগ করা ১,০০,০০০ টাকার পাশাপাশি ১৪,৬৬৩ টাকার নির্দিষ্ট সুদ অন্তর্ভুক্ত রয়েছে। আ

উল্লেখ্য, পোস্ট অফিসের টিডি স্কিমটি ঠিক ব্যাঙ্কের এফডি স্কিমের মতো। পোস্ট অফিসের টিডি স্কিমে, গ্রাহকরা একটি নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট সুদ পান। পোস্ট অফিস কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে, তাই এর অর্থ হল এতে আপনার জমা করা অর্থ সম্পূর্ণ নিরাপদ।

সতর্কতা: এই নিবন্ধটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। যেকোনও ধরণের বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে, আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আজকাল ডট ইন কোনও ধরণের ঝুঁকির জন্য দায়ী থাকবে না।

আরও পড়ুন- ওটিপি-র ঝামেলা অতীত, আঙুল বা মুখের ছাপেই কেল্লাফতে! নয়া পেমেন্ট ব্যবস্থা চালু করল এই ব্যাঙ্ক