আজকাল ওয়েবডেস্ক: জীবনের যেকোনও সময় আপনাকে সহায়তা করতে পারে পার্সোনাল লোন। এটি যেকোনও সময় আপনার দরকার হতে পারে। সেখানে নিজের বাড়ির কাজ থেকে শুরু করে সন্তানের পড়াশোনা। আবার বাড়িতে জরুরি চিকিৎসা থেকে শুরু করে হঠাৎ করে আসা খরচ। এখানেই সকলের কাছে সহজ সুযোগ করে দিয়েছে এসবিআই।
এসবিআই মানেই হল দেশের মানুষের কাছে একটি বড় ভরসার জায়গা। সেখান থেকে দেখতে হলে যদি এখান থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে সেখানে আপনাকে জানতে হবে কীভাবে এই লোনের জন্য আপনি আবেদন করবেন। এখানে আপনা অনলাইন বা অফলাইন দুভাবেই লোনের জন্য আবেদন করতে পারবেন।
যদি অনলাইনে লোন করতে চান তাহলে সেখানে আপনাকে যেতে হবে এসবিআই ওয়েবসাইট বা ইয়োনো অ্যাপে। সেখানে লোন পেজ রয়েছে। সেখানে গিয়ে পার্সোনাল লোন ক্লিক করে নিজের সমস্ত তথ্য সাবমিট করতে হবে। যদি আগে থেকে আপনি লোনের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি দ্রুত লোন পেয়ে যাবেন। অন্যদিকে যদি পোর্টালে যান তাহলে সেখানে একটি আবেদনপত্র আপনাকে পূরণ করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্য আপলোড করতে হবে। সেগুলি ভেরিফিকেশন হলেই আপনি লোন পেয়ে যাবেন।

যদি আপনি অফলাইনে গিয়ে লোন পেতে চান তাহলে সেখানে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে। সেখানে গিয়ে লোন বিভাগে কথা বলতে হবে। এরপর সেখান থেকে আবেদনপত্র নিয়ে সেটি পূরণ করে সমস্ত তথ্য দিতে হবে। সেখান থেকে যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আপনি অতি সহজেই লোন পাবেন। তবে এই কাজটি করতে আপনার সময় লাগবে ২ থেকে ৩ দিন।
২০২৫ সালের জুলাই মাস থেকে এসবিআই পার্সোনাল লোনে আপনাকে সুদ দিতে হবে ১০.৩০ শতাংশ থেকে শুরু করে ১৫.৩০ শতাংশ। আপনার ক্রেডিট স্কোর থেকে এই সুদের হার স্থির করা হবে। খতিয়ে দেখা হবে আপনার আয়ের উৎস। এখানে সরকারি কর্মচারীরা কম সুদে লোন পাবেন। লোন শোধ করার জন্য আপনি ১ থেকে ৬ বছর সময় পাবেন। এখানে আপনি ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন।
এর পাশাপাশি এসবিআই প্রসেসিং ফি হিসেবে ১.৫ শতাংশ নেবে। সেখানে জিএসটি যুক্ত থাকবে। তবে লোন নেওয়ার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন।
লোন নিতে হলে আপনার বয়স হতে হবে ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। আপনার একটি সুস্থ আয় থাকতে হবে। যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট এসবিআই হয় তাহলে সেটা বাড়তি সুবিধা হবে। সাধারণত সেখানে মাসে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা বেতন হলে সহজে লোন পাবেন। ব্যাঙ্কে আপনাকে নিজের আধার, প্যান কার্ড, বেতনের প্রমাণ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, বাড়ির ঠিকানা দিতে হবে। যদি আপনি পেনশন পান তাহলে সেখানে আপনি অন্য স্কিমে টাকা পাবেন।
এসবিআই থেকে যদি লোন নেন তাহলে সেখানে সুদের হার বেশ কম থাকে। দ্রুত যদি আপনি লোন শোধ করেন তাহলে সেখান থেকে আপনি ফের লোন পেতে পারেন। তবে লোন করার আগে সমস্ত তথ্য দেখে নিতে ভুলবেন না।
