আজকাল ওয়েবডেস্ক: নিতে হবে অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম। চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ইংরেজ পেসার ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পান ঋষভ পন্থ। তাঁর পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে। ভাঙা পা নিয়ে বৃহস্পতিবার কোনও রকমে ব্যাট করলেও উইকেটকিপিং করতে পারছেন না পন্থ। ভারতের সহ–অধিনায়ককে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে দেওয়া বল নিয়ে মুখ খুলেছেন ওকস।
ইংরেজ পেসারের কথায়, ‘পন্থকে একদম ভরসা করা যায় না। কী করতে পারে, কিছুই বোঝা যায় না। তবে মাঝে মাঝে মনে হয়, ও কিছু একটা করবে। পাঁচ–ছ’টা বল টানা সাধারণ ভাবে খেলেছিল পন্থ। মনে হয়েছিল, কিছু একটা করার চেষ্টা করবে। তাই বলে ও যে রিভার্স সুইপ করার চেষ্টা করবে, সেটা আমার মাথাতেই আসেনি। মনে হচ্ছিল, আমার ওই বলটায় রান করার চেষ্টা করবে। বড় শট আটকানোর কথা ভাবছিলাম। তাই স্লোয়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু বলটা ফুলটস হয়ে গেল। একদম পন্থের পায়ে গিয়ে পড়ল! ইয়র্কার করার কোনও পরিকল্পনা ছিল না আমার। শুধু বলের গতি কমিয়ে দিতে চেয়েছিলাম।’ এটা ঘটনা ওকস মেনে নিয়েছেন, পরিকল্পনামতো বল করতে পারেননি। আর তাতেই ঘটে গিয়েছে বিপত্তি।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস, এই তরুণ তারকার মধ্যে দ্রাবিড়-পূজারাকে খুঁজে পেলেন অশ্বিন ...
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ঋষভ পন্থের মেটাটারসাল (গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে অবস্থিত লম্বা পাঁচটি হাড়) ভেঙে গিয়েছে। ভাঙা পা নিয়েই বৃহস্পতিবার ব্যাট করেছেন ভারতীয় দলের সহ–অধিনায়ক। অর্ধশতরানও করেছেন। তবে উইকেটকিপিং করতে পারছেন না। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছ’সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে পন্থকে।
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় দিন ভারতের রান তখন ৩০০–র গণ্ডি পেরিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন হঠাৎই দেখা যায় ভারতীয় দলের জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন ঋষভ পন্থ। ক্যামেরায় তাঁর মুখ ভেসে উঠতেই মাঠে উপস্থিত দর্শকরা তাঁকে অভিবাদন জানান। তখনই বোঝা গিয়েছিল, দলের দরকারে ব্যাট করতে নামবেন তিনি। আর সেটাই হয়।
শার্দূল ঠাকুর ৪১ রানে আউট হয়ে ফেরার পর যখন ব্যাট করতে নামেন পন্থ, দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। বুধবার চোটের পর আর ব্যাট করার মতো অবস্থায় ছিলেন না পন্থ। গলফ কার্টে করে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে আসা হয়। প্রথমে ইন্ডোরে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা চলে। শুভমন গিল, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক তখন ঋষভের পাশে দাঁড়িয়ে। টিমের ডাক্তার এসে ঋষভের চোট পরীক্ষা করেন। তারপর অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হয় ঋষভকে। পরে জানা যায়, গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে থাকা লম্বা পাঁচটি হাড় ভেঙে গিয়েছে পন্থের। চিকিৎসকদের পরামর্শ অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে পন্থকে। আপাতত এই টেস্টে ধ্রুব জুরেল করবেন উইকেটকিপিং। শেষ টেস্টে হয়ত তিনিই খেলবেন।
