দর্শকের কাছে 'মিশকা' নামেই পরিচিত অভিনেত্রী অহনা দত্ত। স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় খল নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে পেয়েছিলেন দারুণ জনপ্রিয়তা। তবে আপাতত অভিনয় থেকে ছুটি নিয়েছেন অহনা। চুটিয়ে উপভোগ করছেন প্রথম মাতৃত্বের স্বাদ।
অহনার চোখেমুখে এখন প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট। কিন্তু তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায় একবারের জন্যও মেয়ের এই সময়ে খোঁজ নেননি। তবে সেইসব নিয়ে একেবারেই চিন্তিত নন অহনা। সবকিছু ভুলে আশেপাশের বন্ধু ও নিজের স্বামী, সংসারে আদর যত্নের মধ্যেই আনন্দ খুঁজে নিচ্ছেন তিনি। সকলে মাথায় করে রেখেছেন অহনাকে। এতটুকু মন খারাপ হওয়ার সুযোগ দিচ্ছে না কেউ অভিনেত্রীকে। অন্যদিকে অহনাও অধীর অপেক্ষায় রয়েছেন প্রথম সন্তানের জন্য।
অহনা মাঝেমধ্যেই ভাগ করে নেন গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া করে উপস্থিতি জানান দেওয়ার বিষয়। কখনও আবার মাঝরাতের ক্রেভিং রক্ষা করতে বরের হাতের বিরিয়ানি, সবটাই অহনা তুলে ধরেন অনুরাগীদের সঙ্গে। অহনার দিনের বেশিরভাগ সময় যেভাবে এখন কাটে, তা সমাজমাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। ২১ বছর বয়সে মা হচ্ছেন অহনা। তাই তিনি চেষ্টায় আছেন স্বাভাবিকভাবেই সন্তানের প্রসব করার। তাই অহনা এমন কিছু যোগাসন করছেন যেগুলি তাঁকে স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। শরীরচর্চার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন অভিনেত্রী।

