বলিউডে যেমন কাজ করছেন বহু টলি তারকা। তেমনই বলিউড তারকাদের আধিক্য এখন চোখে পড়ছে টলিউডেও। ইন্ডাস্ট্রিতে মিশে যাচ্ছে তারকাদের কাজ। এবার টলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতা শরমন যোশীর। হিন্দি ছবি থেকে সিরিজের জগতে বিপুল জনপ্রিয় তিনি। তাঁকে এবার দেখা যাবে বাংলা ছবিতেও।
বাঙালি অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। ছবির নাম 'ভালবাসার মরশুম'। পরিচালনায় এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার।

এই ছবির জন্য নাকি এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন শরমন। অভিনেতার মুখে এই প্রথমবার বাংলা ভাষা শুনবেন তাঁর অনুরাগীরা। তাই এখন জোরকদমে চলছে তার প্রস্তুতি। কিন্তু কে বাংলা শেখাবেন তাঁকে? জানা যাচ্ছে জামাইবাবু অর্থাৎ অভিনেতা রোহিত রায়ের কাছেই বাংলা ভাষার প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা।
আজকাল ডট ইন-এর পক্ষ থেকে শরমন যোশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বাংলা শিখছি। চরিত্রটা যাতে ভালভাবে ফুটিয়ে তুলতে পারি সেই চেষ্টায় আছি। জামাইবাবু তো বাঙালি, তাই তাঁর কাছেই শিখছি। বাংলা ভাষার প্রতি আমার আগ্রহও প্রচুর। তাই ভালবেসে কাজটা করব। পুরো বিষয়টি প্রযোজনা সংস্থা দেখছে তাই এখনই চরিত্রটা নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি।"
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাসারকে। শোনা যাচ্ছে, জনপ্রিয় বাংলাদেশি নায়িকা তানজিন তিশাকে দেখা যাবে এই ছবিতে। ছবির গল্পে দুই জুটির নানা ওঠাপড়া ফুটে উঠবে। প্রেম, বিয়ে, দাম্পত্য সবকিছু নিয়েই তৈরি হতে চলেছে এই ছবিটি। দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ সেপ্টেম্বরে পুজোর আগেই ছবির বেশিরভাগ অংশের শুটিং সারবেন বলে জানিয়েছেন পরিচালক।
এর আগে তিনি জিৎ অভিনীত ‘রাবণ’ ছবির পরিচালনা করেছিলেন রাজ। জানা গিয়েছে, 'ভালবাসার মরশুম' সিনেমায় শরমন অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম হিয়া ও পারমিতা। গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় প্রফেসর আবিরের প্রেমে পড়ে হিয়া। কিন্তু আবির তখনও ভুলতে পারেনি তার সাবেক প্রেমিকা পারমিতাকে।
কিন্তু শেষমেশ হিয়ার প্রেমে ধরা দেয় আবির, তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরেই হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকে সে। কিন্তু কেন? তা বুঝে উঠতে পারে না হিয়া। সেই টানাপোড়েনের মধ্যে হাজির হয় খায়রুল বাসার অভিনীত চরিত্রটি।
টলিউড পেতে চলেছে আরও এক নতুন জুটিকে। বলিউড অভিনেতার বিপরীতে প্রথমবার দেখা যাবে সুস্মিতাকে। তাই এই ছবি ঘিরে নায়িকার উত্তেজনাও তুঙ্গে। অন্যদিকে, এপার বাংলা ও ওপার বাংলার মিশেল ফের ফুটে উঠবে এই ছবিতে। বহুদিন বাংলাদেশের তারকাদের সঙ্গে ছবি কিংবা সিরিজ করতে দেখা যাচ্ছে না টলিউডকে। তারকাদের ভিসার জন্য পিছিয়েছিল বহু কাছ। তবে এবার এই ছবিতে এপার বাংলা-ওপার বাংলা ও বলিউডকে একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক এম এন রাজ।
