টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


তারার উড়ন্ত চুমু!

বলিউডে সম্পর্কের গুঞ্জন যেন কোনওদিন থামে না। আর সেই তালিকার শীর্ষেই রয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া, যাঁর নাম কখনও আদর জৈন, তো কখনও বাদশা-র সঙ্গে জড়িয়েছে। তবে এবার প্রেমের আলো একেবারে স্পষ্ট। কিছুদিন আগেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে তারার পোস্টে বীর পাহাড়িয়ার কমেন্ট! ছবির তলায় তিনি লেখেন: “আমার”। তারাও যেন কিছু না লুকিয়ে পাল্টা উত্তর দেন - “আমার”। এই ছোট্ট, অথচ গম্ভীর মন্তব্য পড়ে নেটিজেনদের চোখ কপালে!এক কথায়, সম্পর্কটা যেন এবার ইনস্টাগ্রাম অফিশিয়াল! শোনা যায়, মে মাস থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এক সূত্র জানায়, “তারা ও বীর ডেট করতে শুরু করেছেন কয়েক মাস আগে। তাঁরা প্রায়শই একসঙ্গে বাইরে যান।” এমনকী, এক ফ্যাশন শোতে যুগল হিসেবে ব়্যাম্পেও হাঁটেন তাঁরা। এরপর ইতালির ক্যাপ্রি দ্বীপে ছুটি কাটাতেও গিয়েছেন একসঙ্গে—ইনস্টাগ্রামে একইরকম ছবি দেখে সেই অনুমান আরও জোরদার হয়। সম্প্রতি একটি ফ্যাশন শো-এর ব়্যাম্পে হাঁটার সময়েও নাকি তারার নজর শুধুই বীরের উপরে ছিল। বীরও এক মুহূর্তের জন্য চোখ সরাননি তারার থেকে। এও শোনা গিয়েছে, মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সময়েও তারা ঘাড় ফিরিয়ে বীরকে দেখেন। ছুড়ে দেন উড়ন্ত চুমু। এ সবই বলে দিচ্ছে, গভীর প্রেমে দু’জনে।

 

আরও পড়ুন: রোমান্টিক থ্রিলারে জুটি বাঁধছেন শানায়া ও আদর্শ গৌরব! মরণ-বাঁচন লড়াইয়ের শেষ পরিণতি কী? 


বিপদে সারা আলি খান 


শুক্রবার ওটিটির পর্দায় মুক্তি পেয়েছে ‘সরজমিন’। বলি অভিনেত্রী কাজল এবং দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। তারকা-পুত্রের কেরিয়ারের দ্বিতীয় ছবি এটি। ইব্রাহিমের জীবনের এই বিশেষ মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানাতে ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন দিদি সারা আলি খান। তবে প্রিমিয়ারের লাল গালিচার উপর দিয়ে হেঁটে আসার সময় বিপদ হল অভিনেত্রীর। হাঁটতে গিয়ে নায়িকার জুতো গেল ছিঁড়ে। পাপারাজ্জিদের ক্যামেরায় সেই দৃশ্য ধরাও পড়ল। বেকায়দায় পড়ে সেখান থেকে দ্রুত সরে গেলেন অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সারার জুতো ছিঁড়ে যাওয়ার এই ভিডিও। প্রিমিয়ারের ভিড়ের মধ্যে থেকে এক জন মজা করে সারাকে বলেন, ‘‘আপনি জুতোয় ফেভিকল লাগিয়ে ফেলুন।’’ সারাও হাসতে হাসতে জবাব দেন, ‘‘তা-ই লাগিয়েছি।’’


প্রয়াত বাবলা মেহতা

 

প্রয়াত প্রবীণ গায়ক বাবলা মেহতা। ‘ভয়েস অফ মুকেশ’ নামে পরিচিত এই প্রখ্যাত শিল্পী ৬৩ বছর বয়সে বৃহস্পতিবার মুম্বইয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৬১ সালে দিল্লিতে জন্ম নেওয়া বাবলা মেহতা ১৯৯০-এর দশকে বলিউডে তাঁর সফর শুরু করেন। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান এবং দীপা সাহির অভিনীত দিল আশনা হ্যায় সিনেমায় গান গেয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তাঁর কণ্ঠে গাওয়া চাঁদনি, লাল বাদশাহ, সাদাক, আকেলে হাম আকেলে তুম, জামাই রাজা, এবং ইয়া রহমতেঁন ইত্যাদি গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। প্রায় ১৮০টিরও বেশি বলিউড সিনেমায় গান গাওয়ার পাশাপাশি, বাবলা মেহতা প্রায় ২৯টি অ্যালবামও প্রকাশ করেছেন। তাঁর ‘শ্রদ্ধাঞ্জলি’ নামক অ্যালবামটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি কিংবদন্তি মুকেশের জনপ্রিয় গানগুলো নিজের কণ্ঠে নতুন করে তুলে ধরেন। এই কাজের জন্যই তিনি 'ভয়েস অফ মুকেশ' হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া। বহু সংগীতপ্রেমী তাঁর শিল্পীসত্তা এবং অবদানের কথা স্মরণ করে সমাজমাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।