বলিউডে আসতে চলেছে নতুন এক জুটি—শানায়া কাপুর ও আদর্শ গৌরব। পরিচালক বিজয় নাম্বিয়ারের পরবর্তী ছবি ‘তু ইয়া ম্যায়’তে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই দুই তারকাকে। এটি একটি সারভাইভাল রোমান্টিক ঘরানার ছবি। যেখানে ভালবাসা ও বেঁচে থাকার লড়াই একসঙ্গে ধরা পড়বে রূপালি পর্দায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির টিজার।‌

 

‘তু ইয়া ম্যায়’ ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করে এমন এক জুটির চারপাশে, যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের সম্পর্ক ও জীবনের গভীর মানে আবিষ্কার করে। পরিচালক বিজয় নাম্বিয়ার এর আগেও ‘শায়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ব্যতিক্রমী গল্প দর্শককে উপহার দিয়েছেন। এবার তিনি এই সিনেমার মাধ্যমে দর্শকদের এক আবেগঘন, উত্তেজনাপূর্ণ সফরে নিয়ে যেতে চলেছেন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Bhanushali Studios Limited (@bsl_films)