জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। ঠিক যেমন সূর্য ও শনির বিরল যুতিতে নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে যা তিন রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শনি ন্যায় ও কর্মফলের দেবতা। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনি প্রতি আড়াই বছরে রাশি পরিবর্তন করেন। ১২টি রাশির একটি পূর্ণ চক্র সম্পন্ন করতে শনিদেবের প্রায় ৩০ বছর সময় লাগে। গত মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করেন৷ ২০২৭ সালের জুন পর্যন্ত সেখানেই থাকার পর মেষ রাশিতে পৌঁছবেন শনিদেব। এরই মধ্যে গত ১৩ জুলাই শনি বক্রী অর্থাৎ উল্টো পথে চলতে শুরু করেছেন। শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে শুভ-অশুভ প্রভাব পড়ে।
অন্যদিকে, সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে। গত ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে গোচর করেছেন।
এই পরিস্থিতিতে শনি ও সূর্যের মধ্যে গত ২৪ জুলাই নবপঞ্চম রাজযোগ গঠিত হয়েছে। জ্যোতিষশাস্ত্রে কোনও গ্রহ একে অপরের ১২০ ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে নবপঞ্চম যোগ বলা হয়। এক্ষেত্রেও বৃহস্পতিবার বিকেল ৪টে ৫১ মিনিটে সূর্য ও শনিদেব একে অপরের ১২০ ডিগ্রি কোণে অবস্থান করেন। ফলে এই গুরুত্বপূর্ণ যোগের প্রভাবে সৌভাগ্যের দরজা খুলে গিয়েছে তিন রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি আছেন তালিকায়? জেনে নিন-

মেষঃ নবপঞ্চম রাজযোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ প্রভাব ফেলবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। দাম্পত্যের সমস্যা মিটবে৷
তুলাঃ শনি-সূর্যের প্রভাবে তুলা রাশির অর্থভাগ্য বদলাবে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। ঋণের বোঝা কমবে। আয়ের নতুন খোঁজ পেতে পারেন। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেমজীবনে সুখ থাকবে।
বৃশ্চিকঃ নবপঞ্চম রাজযোগে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে।
