আজকাল ওয়েবডেস্ক:  প্রত্যাবর্তনের আরেক নাম ঋষভ পন্থ। মারাত্মক পথ দুর্ঘটনার পরে সবাই ধরেই নিয়েছিলেন ক্রিকেট মাঠে আর নামতে পারবেন না পন্থ। 

পন্থ মাঠে ফিরে প্রমাণ করলেন প্রত্যাবর্তনের নায়ক তিনি। ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল তাঁর বুটে এসে আছড়ে পড়েছিল। 

প্রচণ্ড যন্ত্রণায় মাঠেই তিনি শুয়ে পড়েন। ফিজিও এসে তাঁর চিকিৎসা করেন। কিন্তু পন্থ উঠে আর দাঁড়াতেই পারেননি। অ্যাম্বুল্যান্স করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে অদ্ভুত সিদ্ধান্ত, কটাক্ষের মুখে গম্ভীর-গিল

এদিকে দ্বিতীয় দিনের বল গড়ানোর আগে খবর ছড়িয়ে পড়ে তাঁর পায়ের পাতায় চিড় ধরেছে।  ছয় সপ্তাহ বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। 

কিন্তু পন্থ তো পালিয়ে যাওয়ার বান্দা নন। গতদিনের অপরাজিত রবীন্দ্র জাদেজা ২০ রান করে এদিন আউট হন। কিছু পরে শার্দূল ঠাকুরও ফেরে যান ৪১ রানে। ভারতের রান ৬ উইকেটে ৩১৪। এই পরিস্থিতিতে ব্যাট করতে নামেন পন্থ। অন্য কেউ হলে এমন পরিস্থিতিতে নামার সাহসই হয়তো দেখাতেন না। কিন্তু তিনি তো ঋষভ পন্থ। মৃত্যুমুখ থেকে ফিরে আসা এক যোদ্ধা তিনি। অকুতোভয় তিনি। হেরে যাওয়ার ভয় তাঁর নেই। 

?ref_src=twsrc%5Etfw">July 24, 2025

 

দল বিপন্ন। এই পরিস্থিতিতে ড্রেসিং রুম থেকে সিঁড়ি বেয়ে নেমে আনলেন ঋযভ পন্থ। দেখেই বোঝা যাচ্ছে তিনি ভাল করে হাঁটতে পারছেন না। খোঁড়াচ্ছেন। প্যাভিলিয়ন থেকে নেমে ক্রিজ পর্যন্ত পৌঁছতেই লেগে গেল অনেকটা সময়। তখনও তিনি জানেন না, সামনের পায়ে ডিফেন্স করতে পারবেন কিনা। তিনি জানেন না দ্রুত সিঙ্গলস নিতে পারবেন কিনা। তিনি জানেন না সহজাত আক্রমণাত্মক শট খেলতে পারবেন কিনা। ঋষভ পন্থ অভাবনীয় সব কাজ করেন। 

Ben Stokes watches as Rishabh Pant bats, 4th Test, 2nd Day, Manchester, July 24, 2025 

কেউ ভাবতেই পারেননি পায়ের পাতায় চিড় ধরা অবস্থায় কেউ দেশের জন্য ব্যাট হাতে নামতে পারেন। ঋষভ পন্থ পারেন।  তিনি যখন ড্রেসিং রুম থেকে  মাঠে নামছেন সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে দেন। এরকম এক যোদ্ধার প্রয়াসকে হাততালি না দিয়ে কেউ পারেন! তাঁর মাঠে নামার মুহূর্তটাও কম নাটকীয় নয়। শার্দূল  ঠাকুর আউট হয়ে মাঠ ছাড়ছেন। আর পন্থ প্রবেশ করছেন। শার্দূল সতীর্থ পন্থের মাথায় হাত রাখলেন। 

পন্থ ব্যাট করছেন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পর্যন্ত তাকিয়ে পন্থের দিকে। বিশ্বাসই হচ্ছে না তাঁর, ভাঙা পায়ের পাতা নিয়ে কেউ নেমে পড়তে পারেন।

কিছুক্ষণ পরে ম্যানচেস্টারে বৃষ্টি নামে। খেলা বন্ধ হয়ে যায়। দেখা যায় অপরাজিত ওয়াশিংটন সুন্দর ও পন্থ ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। হাঁটতে কষ্ট হচ্ছে পন্থের। হয়তো ব্যথা উপশম করার ওষুধ খেয়ে নেমেছেন খেলতে। বৃষ্টির জন্য সাজঘরে ফিরতেও কষ্ট হচ্ছে। তবুও ঋষভ পন্থ লড়াই করার মন্ত্র নিয়ে ব্যাট করতে নেমেছেন। তিনি তো মৃত্যুঞ্জয়ী। পায়ে চিড় ধরা তাঁর কাছে আর কী এমন ব্যাপার!  

আরও পড়ুন: তিনি না থাকলে ধাওয়ান শিখর ছুঁতেন না, প্রাক্তন অধিনায়ককে দিলেন কৃতিত্ব, নাম শুনলে বদলে যাবে ধারণা