আজকাল ওয়েবডেস্ক: ভি এস অচ্যুতানন্দন। সিপিএম-এর প্রতিষ্ঠাতা সদস্য। এক সময়ে সাসপেন্ড হয়েছেন সিপিএম পলিটব্যুরো থেকেও। দৌর্দন্ডপ্রতাপ রাজনীতিক। কেরলের রাজনীতি, গণ-আন্দোলনে দীর্ঘকাল জড়িয়ে থেকে সমার্থক হয়ে উঠেছিলেন। কেরলের পুন্নাপ্রা-ভায়লারের কৃষক অভ্যুত্থানের প্রথম সারিতে থেকেছেন।
এককথায় কেরলের কমিউনিস্ট আন্দোলনের স্তম্ভ ছিলেন তিনি। রাজনীতিতে মুখে মুখে পরিচিত ছিলেন ভি এস নামেই। বয়স ছাড়িয়েছিল শতবর্ষের গণ্ডি। সোমবার প্রয়াত হয়েছেন, ১০১ বছরের ভি এস অচ্যুতানন্দন।
আরও পড়ুন: প্রয়াত আজিজুল হক
আলাপুঝার পুন্নপ্রাতে ভি এস জন্মগ্রহণ করেছিলেন ১৯২৩ সালের ২৩ অক্টোবর। অল্প বয়সে বাবা-ম'কে হারান। নিজের ইচ্ছামতো পড়াশোনাও শেষ করতে পারেননি। একতা সময় পরে, সংসারে চালাতে লেখাপড়াকে সরিয়ে অর্থ উপার্জনের জন্য কাজে যোগ দিয়েছিলেন। কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন মাত্র ১৫ বছর বয়সেই। ১৯৪০ সালে সিপিআই-এর সদস্য হন।
আরও পড়ুন: অভুজমাড়ে ফের এনকাউন্টার, ছয় মাওবাদী নিহত: ২০২৫ সালে ছত্রিশগড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪...
১৯৬৪ সালে কলকাতায় সিপিআইয়ের ন্যাশন্যাল কাউন্সিলের থেকে ৩২ জন বেরিয়ে গিয়ে সিপিআই(এম) গঠন করেছিলেন, ভি এস তাঁদেরই একজন। ভি এস ছিলেন ওই ৩২ জনের মধ্যে শেষ জীবীত নেতা। দীর্ঘকাল ধরে তিনি একের পর এক প্রজন্মের চোখে এঁকে দিয়েছিলেন বিপ্লবের স্বপ্ন।
১৯৬৪ সালে সিপিআই(এম) তৈরির পর, ১৯৬৫ সাল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম নির্বাচন লড়েন আম্বালাপুঝা থেকে। যদিও সেবার জয় আসেনি। ২০১৬ পর্যন্ত তিনি মোট ১০ বার ভোট লড়েছেন। ২০০১ থেকে ২০০৬ কেরলের বিরোধী নেতা ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০২২ কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন ভি এস। রাজনীতির অলিন্দে আলোচনা, পরবর্তীকালে সম্পর্কের অবনতি ঘটে পিনারাইয়ের সঙ্গে।

ভি এস-এর মৃত্যুতে শোকাতুর রাজনৈতিক মহল। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন একটি ছবি। সঙ্গেই লিখেছেন, 'আমাদের চোখ, আমাদের হৃদয়। ভিএস-কে ঘিরে এই স্লোগানে মুখর থাকত কেরালার মানুষ। পুন্নাপ্রা ভায়ালারের কৃষক আন্দোলনের কিংবদন্তি থেকে দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ। জনতার মুখ। ১৯৬৪ সালে সিপিআই(এম) গঠন করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে এতদিন শেষ জীবিত নেতা ছিলেন ভিএস। অধ্যায়ের পরিসমাপ্তি হল না। গোটা বই শেষ হয়ে গেল। জনতার নেতা বিশ্রামে গেলেন টানা লড়াই শেষে। ছবিতে সিপিআই(এম) ২২তম পার্টি কংগ্রেসের প্রবীণতম এবং কনিষ্ঠতম প্রতিনিধি। হায়দ্রাবাদ, ২০১৮। এই সামান্য কমিউনিস্ট কর্মীর জীবনে এক অ-সামান্য মুহূর্ত। লাল সেলাম কমরেড ভিএস অচ্যুতানন্দন।'
সৃজনের সঙ্গে যোগাযগ করা হলে তিনি বলেন, 'ভিএস আমাদের কাছে এক রূপকথার চরিত্র। পুন্নাপ্রা ভায়লারের কৃষক সংগ্রামের নাম তেভাগা তেলেঙ্গানার সঙ্গে আলোচিত হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বা বিরোধী নেতা হিসেবে তাঁর বিপুল সংখ্যক মানুষের প্রিয় হয়ে ওঠা, কীভাবে তিনি পার্টিনেতা থেকে জনতার নেতায় রূপান্তরিত হয়েছিলেন, তা আমাদের প্রজন্মের কাছে শিক্ষণীয় তো বটেই।'
