আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিয়ের তারিখ। বিয়ের প্রস্তুতি চলছিল জোরকদমে। পোশাক থেকে প্রসাধনী, সবকিছুর কেনাকাটা করতেও ব্যস্ত ছিলেন পাত্র ও পাত্রী। একসঙ্গে কেনাকাটা করছিলেন তাঁরা। সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে পরার জন্য একটি লেহেঙ্গা কিনেছিলেন পাত্রী। কিন্তু ফিটিংস পছন্দ হয়নি তাঁর। এর জেরেই ঘটল বিপত্তি।
দোকানে গিয়ে লেহেঙ্গাটি ফেরত দিতে চেয়েছিলেন পাত্রী। এদিকে দোকানদার জানিয়েছিলেন, নগদ টাকা ফেরত দেওয়া যাবে না। ওই লেহেঙ্গার টাকায় অন্য কিছু সেই দোকান থেকেই কিনতে হবে। দোকানদারের এই দাবিতে রাগে ফুঁসতে থাকেন পাত্রী। আর হবু স্ত্রীর দাবি না মানায় রেগে লাল হয়ে যান যুবক। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন। এমনকী দোকানদারকে খুনের হুমকিও দেন।
ওই দোকানের মধ্যেই দোকানদারের চোখের সামনে লেহেঙ্গা কুচি কুচি করে কেটে ফেলেন যুবক। এরপর দোকানদারকে হুমকি দেন, হবু স্ত্রীর দাবি না মানলে এভাবেই কুচি কুচি করে কেটে দোকানের মধ্যেই ফেলে রেখে দেবেন। যে দৃশ্যের ভিডিওটি এবার প্রকাশ্যে। পুলিশের হাতে ভিডিওটি পৌঁছতেই, তারাও কড়া পদক্ষেপ করল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, মুম্বই শহরের ৫৭ কিলোমিটার দূরে কল্যাণ শহরে ঘটনাটি ঘটেছে। দিন কয়েক আগে ওই এলাকার একটি পোশাকের দোকান থেকে পাত্রী একটি দামি লেহেঙ্গা কিনেছিলেন। সেটির ফিটিংস পছন্দ হয়নি তরুণীর। লেহেঙ্গাটি দোকানে ফেরত দিয়ে গিয়েই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাত্র ২০ টাকার জন্য নৃশংস হত্যাকাণ্ড! মাকে কুপিয়ে রক্তে ভেজা বিছানাতেই ঘুমাল ছেলে, আঁতকে উঠলেন সকলে
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে পরার জন্য লেহেঙ্গাটি কিনেছিলেন ওই পাত্রী। লেহেঙ্গার দাম ছিল ৩২ হাজার টাকা। কয়েক সপ্তাহ আগে লেহেঙ্গাটি পছন্দ করেই কিনে নিয়ে গিয়েছিলেন পাত্রী। আর গত শনিবার সেটি ফেরত দিতে আসেন দোকানে। দোকানে এসেই তরুণী জানান, লেহেঙ্গাটির মাপ ঠিক নেই। ঠিকঠাক ফিটিংস নেই। তাই এটি তিনি ফেরত দিতে চান। বদলে তাঁকে নগদ টাকাই ফেরত দিতে হবে।
এদিকে দোকানদার জানান, নগদ টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই তাঁর দোকানে। ৩২ হাজার টাকা তিনি ফেরত দেবেন না। কিন্তু ওই টাকায় লেহেঙ্গার বদলে তিনি অন্য কিছু কিনতে পারেন। লেহেঙ্গাটি ফেরত দিতে তরুণীর সঙ্গে তাঁর হবু স্বামীও দোকানে গিয়েছিলেন। দোকানদারের দাবি শুনে দু'জনেই ক্ষেপে ওঠেন। সামান্য বচসার পরেই শিউরে ওঠা ঘটনাটি ঘটে।
হঠাৎ যুবক তাঁর পকেট থেকে ধারালো একটি ছুরি বের করেন। এরপর দোকানদারের চোখের সামনেই লেহেঙ্গাটি কুচি কুচি করে কেটে ফেলেন। এরপর ব্লাউজটিও কেটে দুই টুকরো করে ফেলেন। ছুরি হাতেই দোকানদারের দিকে তেড়ে এসে বলেন, তাঁদের দাবি না মানলে এভাবেই কুচি কুচি করে কেটে খুন করে ফেলবেন তাঁকে। এই ঘটনার পর দোকানদার আর কোনও চিৎকার করেননি। লেহেঙ্গা ও ব্লাউজের টুকরোগুলো একজায়গায় করে তিনি দোকান থেকে বেরিয়ে যান। আর যুবক তখনও দোকানের মধ্যেই দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকেন।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ থানায় পৌঁছে জমা দেন ওই দোকানদার। যুবকের বিরুদ্ধে দায়ের করা হয় এফ আই আর। ঘটনার অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা রুজু করে চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তরুণীকেও।
