আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টে ভারতের জয়ে বড় ভূমিকা ছিল আকাশদীপের। কিন্তু তাঁকে নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে কি দেখা যাবে আকাশদীপকে? সংবাদ মাধ্যমের খবর, কুঁচকির চোটে ভুগছেন আকাশ। লর্ডস টেস্টের মাঝপথে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বাংলার পেসার।
বুধবার থেকে ম্যানচেস্টারে শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট ম্যাচ। পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ পিছিয়ে ভারত। লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আকাশদীপ কেবল ৮ ওভার বোলিং করেন। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন বাংলার পেসার। এক সময়ে চোটের জন্য ফিজিওর সঙ্গে কথা বলেন আকাশ। ড্রিঙ্কস ব্রেকে তিনি মাঠে ছাড়েন।
পরে মাঠে ফিরলেও বোলিং করেননি আকাশদীপ। চতুর্থ দিনের শেষ বেলায় নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ১১ বল টেকেন আকাশদীপ।এজবাস্টনে আকাশদীপ নিজেকে নিংড়ে দেন। ভারত সেই টেস্ট ম্যাচ জিতেছিল ৩৩৬ রানে। প্রথম ইনিংসে ৪ উইকেট নেন আকাশ। দ্বিতীয় ইনিংসে নেন ৬টি উইকেট। ম্যাচে ১০ উইকেটের মালিক আকাশদীপ। সেই টেস্টে অবশ্য শুভমান গিল প্রভাব ফেলেন। ম্যাচের সেরা হন তিনি।
আরও পড়ুন: সম্পর্কের বরফ গলেনি, লিজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইলেন না যুবিরা, বাতিল ভারত-পাক ম্যাচ

আকাশদীপের চোট। জশপ্রীত বুমরাহকে চতুর্থ টেস্টে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। এই অবস্থায় বাঁ হাতে চোট রয়েছে অর্শদীপ সিংয়েরও। বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। সেলাই করতে হবে কিনা তা এখনও স্থির নয়। অর্শদীপ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন দেশের জার্সিতে। কিন্তু টেস্ট ক্রিকেটে নামেননি। এবারের সফরে অর্শদীপ খেলতে পারবেন কিনা সন্দেহ।
এদিকে সূত্রের খবর অনুযায়ী, অর্শদীপ ও আকাশদীপের চোট থাকায় ভারত শেষ দুটি টেস্টের জন্য অংশুল কম্বোজকে ডেকেছে। ইংল্যান্ড সফরে ভারত -এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেন অংশুল। দু'টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিন ইনিংসে পাঁচটি উইকেট নেন ডান হাতি পেসার।

২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন অংশুল। ৭৯টি উইকেট তাঁর। ব্যাটও খারাপ করেন না। তাঁর সংগ্রহ ৪৮৬ রান। করেছেন একটি পঞ্চাশ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন অংশুল। ৮ ম্যাচে ৮ উইকেট নেন তিনি।
এদিকে ভারত সিরিজে পিছিয়ে থাকলেও প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু টিম ইন্ডিয়ার পাশে রয়েছে। শুভমান গিলের হয়ে সোয়াল করছেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ গ্যারি কার্স্টেন।
ইংল্যান্ডে টেস্ট শুরু হওয়ার পর থেকে শুভমান গিল দারুণ ছন্দে রয়েছেন। কেরিয়ারের সেরা ২৬৯ রান করেন। সেই ভারত অধিনায়ক সম্পর্কে হরভজন বলছেন, ''শুভমান গিল বড় মাপের ক্রিকেটার। আগামী বেশ কয়েক বছরে ভারতীয় দলের স্তম্ভ হয়ে থাকবে।

ইংল্যান্ডে গিয়ে কতজন ভারতীয় ব্যাটসম্যান নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে? গিলের দক্ষতা রয়েছে। ওর যোগ্যতা নিয়ে আমি কখনওই সন্দিহান ছিলাম না। ওর বাবা ছেলের জন্য প্রচুর খেটেছে। তিনি শুভমানকে কমপক্ষে হাজার বার অনুশীলন পুনরাবৃত্ত করতে বাধ্য করেছেন। যখন ও খেলে তখনই তার প্রতিফলন ঘটে।''
ভাল অধিনায়ক হতে গেলে কী করতে হবে, সেই প্রসঙ্গে গিলকে টিপস দিয়েছেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ গ্যারি কার্স্টেন। তিনি বলেছেন, ভাল অধিনায়ক হতে গেলে ধোনির মতো ম্যান ম্যানেজমেন্ট শিখতে হবে। ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে, প্রথম দর্শনে বেশ ভাল লেগেছে গিলের অধিনায়কত্ব।
আরও পড়ুন: 'গাঙ্গুলি, ধোনি বা কোহলি হতে পারবে না কখনওই', বিশ্বজয়ী ভারতীয় তারকা বড় মন্তব্য করে বসলেন গিলকে নিয়ে
