আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ এখনও গলেনি। তার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগেও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না ভারতের অনেকেই। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাথমিক পর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল প্রতিবেশী দুই দেশ মুখোমুখি হয়এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই দেশে গিয়ে খেলেনি ভারত। নিরপেক্ষ ভেন্যুর বন্দোবস্ত করা হয়েছিল ভারতের জন্য। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে না গিয়ে দুবাইয়ে খেলেছিল। 

এবার ৬টি দল নিয়ে লিজেন্ডস লিগের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টুর্নামেন্ট

আরও পড়ুন: রায়নার বিশ্ব একাদশে জায়গা হল না দুই তারকা ভারতীয়র, দল নির্বাচন নিয়ে প্রশ্নের পর প্রশ্ন

বার্মিংহ্যামে আজ রবিবার রাতে ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দিয়েছে ম্যাচটি। 

 

?ref_src=twsrc%5Etfw">July 19, 2025

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে গুলি বৃষ্টি হয়। জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন এর পিছনে রয়েছে। পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। 'অপারেশন সিঁদুর' চালিয়ে পাকিস্তানকে সবক শেখায় ভারত। এই ঘটনার জের খেলার মাঠেও পড়েছে

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চাওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেন শিখর ধাওয়ান। কারণ হিসেবে তিনি তুলে ধরেন, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উত্তেজনার কথা। ধাওয়ানের টুইট, ''আমার কাছে আমার দেশই সবার আগে। দেশের উপরে কোনও কিছুই হয় না। জয় হিন্দ''

এজবাস্টন স্টেডিয়ামের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়, “ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের আয়োজকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত-পাক ম্যাচ হচ্ছে না। স্টেডিয়ামে আর আসার দরকার নেই। টিকিটের অর্থ ফিরিয়ে দেওয়া হবে।”

 

?ref_src=twsrc%5Etfw">July 19, 2025

লিজেন্ডস লিগ শুরু হয় শুক্রবার। তিনটি ম্যাচ হয়ে গিয়েছে। পাকিস্তান প্রথম ম্যাচে হারিয়েছে ইংল্যান্ডকে। ভারতের প্রথম ম্যাচটাই ছিল পাকিস্তানের সঙ্গে। ভারত-পাক ক্রিকেট যুদ্ধ সেরা বক্স অফিস। প্রচুর অর্থ ঢুকবে কোষাগারে। এই মনে করেই লিজেন্ডস লিগে দুই দেশের খেলা দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-পাক ম্যাচ খেলা হল না। ফলে মাঠে নামতে আরও দেরি হয়ে গেল ভারতের। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ যুবির ভারতের।

প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে যে চার দল থাকবে, তারাই লড়বে সেমিফাইনালের জন্য। ২ আগস্ট ফাইনাল হবে।

এদিকে লিজেন্ডস লিগ চলাকালীন ভারতের প্রাক্তন তারকা সুরেশ রায়না তাঁর বিশ্ব একাদশ বেছে নিয়েছেন। সেই দলে তিনি রাখেননি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে। যা নিয়ে চর্চা চলছে। সেই সুরেশ রায়নাও ম্যাচ না খেলার পক্ষেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''জয় হিন্দ'' ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আয়োজকরা। 

আরও পড়ুন: 'গাঙ্গুলি, ধোনি বা কোহলি হতে পারবে না কখনওই', বিশ্বজয়ী ভারতীয় তারকা বড় মন্তব্য করে বসলেন গিলকে নিয়ে