মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। 

 

 

 

প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। 

 

আরও পড়ুন: শুরুর আগেই তোলপাড় কাণ্ড! সৌরভ-শুভস্মিতার 'লক্ষ্মীঝাঁপি'র জন্য স্লট হারাল কোন জনপ্রিয় ধারাবাহিক? 

 

ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা‌। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এইআই দ্বারা নির্মিত ওই প্রোমোতে যদিও স্পষ্ট হয়নি কোয়েলের মুখ। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি আবারও দুর্গা রূপে নিজেকে তুলে ধরতে প্রস্তুতি নিতে শুরু করেছেন অভিনেত্রী। কোয়েলের সঙ্গে দেবীর অন্যান্য রূপে ধরা দিতে চলেছেন স্টার জলসার আরও জনপ্রিয় নায়িকারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য 'সুধা' অর্থাৎ সোনামণি সাহা, 'ভবানী' অর্থাৎ রাজনন্দিনী পাল, 'কথা' অর্থাৎ সুস্মিতা দে, 'গীতা' অর্থাৎ হিয়া মুখোপাধ্যায় সহ আরও অনেকে। 

 

আরও পড়ুন:  সংসার ভাঙল, সাহস নয়’—আবেগ সামলে, একার লড়াইয়ে কীভাবে নিজের ছন্দে ফিরছেন অভিনেত্রী সৌমি বন্দ্যোপাধ্যায়?

 

এই বছর দেবী দুর্গার আগমন গজে, যার ফলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং গমন দোলায়, যা মহামারী বা মড়কের প্রতীক। যার অর্থ, দেবী আগমন শুভ হলেও, গমন অশুভ ইঙ্গিত। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেবী দুর্গার আগমন হয় দোলায়, যার ফল মড়ক এবং গমন হয় ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। 

 

 

 

কোয়েল না হয় ফের 'দুর্গা' হবেন, কিন্তু মহাদেব হবেন কে? টলিপাড়ার অন্দরের খবর মহালয়ায় 'মহাদেব'-এর চরিত্রের প্রস্তাব গিয়েছে 'পরশুরাম'-এর কাছে। অর্থাৎ অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে দর্শক 'শিব' রূপে দেখতে চলেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি চ্যানেলের পক্ষ থেকে। তবে গুঞ্জন এমনটাই। স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম' এখন একচেটিয়া জায়গা দখল করেছে টিআরপিতে। টিআরপির প্রথম স্থান এই মেগার যেন ধরাই আছে। প্রতি সপ্তাহে গল্পের চমক সঙ্গে টিআরপিতেও নিজের জায়গা পাকা করেছে এই ধারাবাহিক। জনপ্রিয়তার খাতিরেই কি এবার 'মহাদেব' হবে 'পরশুরাম'? সেই উত্তর সময়ই দেবে।