সলমন খান ও কবীরর খান একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’- এই দু’টি ছবি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। বছর দশেক আগে অর্থাৎ ২০১৫ সাল নাগাদ বড়পর্দায় এসেছিল ‘বজরঙ্গি ভাইজান’ এবার এই ছবির দশ বছর পূর্তির প্রাক্কালে এক সাক্ষাৎকারে ‘বজরঙ্গি ভাইজান ২’ ফের জল্পনা উস্কে দিলেন পরিচালক কবীর খান।
সলমনের সঙ্গে ফের ছবি করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই কবীর সাফ বলেন, “আমি সব সময় আমার পরিচালিত ছবির সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখি। সলমনের সঙ্গে আমার তিনটি ছবি হয়েছে। আমরা মাঝেমধ্যে একসঙ্গে নানান গল্প নিয়ে আলোচনা করি। তার মধ্যে অবশ্যই রয়েছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর গল্প। তাই নিশ্চয়ই সলমনের সঙ্গে ফের কাজ করতে চাই। তবে শুধুই ঘোষণার জন্য নয়—সঠিক গল্পটা পেলে তবেই।”
আরও পড়ুন: পায়ের সামনে বসে কাঁদলেন বৃদ্ধ, কাতর আবেদন শুনে কঙ্গনা যা বললেন শুনে মেজাজ হারাল নেটপাড়া!
তিনি আরও জানালেন, বর্তমানে একাধিক গল্প নিয়ে তাঁদের আলোচনা চলছে।“হয়তো এই গল্পগুলোর মধ্যেই কোনও একটা যদি ঠিকঠাক মিলে যায়, সেটাই হতে পারে আমার পরবর্তী ঘোষণা!”—হাসতে হাসতে জানালেন কবীর। তাহলে বজরঙ্গি ভাইজান ২ কি আসছেই? পরিচালকের কথায়, “ ওই যে বললাম, আমরা ‘বজরঙ্গি ২’ নিয়ে কথা বলছি ঠিকই, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। আজকের দিনে যখন প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি হিট করছে, তখন আমরা খুব সতর্কভাবে এগোচ্ছি। কারণ এমন একটা জনপ্রিয় ছবির সিক্যুয়েল বানাতে গেলে সেটা হালকাভাবে নেওয়া যায় না।” তিনি স্পষ্ট করে বলেন, “আমরা প্রথম ছবির জনপ্রিয়তাকে ভাঙিয়ে কিছু করতে চাই না। 'বজরঙ্গি ভাইজান'-এর যে আবেগ, তার সঠিক উত্তর দিতে না পারলে দ্বিতীয় পর্ব তৈরি করব না।”
ফ্র্যাঞ্চাইজি ফিল্ম নিয়ে কবীরের বরাবরের অনীহা নতুন কিছু নয়। তবে বজরঙ্গি ভাইজান- এর ক্ষেত্রে তিনি নিজেই এই ব্যতিক্রম ঘটাতে রাজি। তাই তো তিনি বললেন, “ নিজের গোটা পরিচালনার কেরিয়ারে আমি কখনও সিক্যুয়েল বানাইনি। কিন্তু আমি জানি ‘বজরঙ্গি ২’ দর্শকদের কতটা আনন্দ দিতে পারে। আমি এটা পরিচালনা করতে চাই, তবে শুধুই বক্স অফিস নম্বরের জন্য নয়—বরং ওই ছবির উত্তরাধিকার বজায় রাখার জন্য।” তাই যে কোনও সময়ে হতেই পারে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর ঘোষণা!
এই মুহূর্তে কবীর-সলমন ফের এক হচ্ছেন কি না, তা সময়ই বলবে। তবে একটা কথা স্পষ্ট—শুধু খবরে থাকার জন্য ছবি নয়, ছবির গল্পই হবে আসল নায়ক!
অন্যদিকে, মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এর মোশন পোস্টার। আর তাতেই ছড়িয়ে পড়ল উত্তেজনার ঢেউ। সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভক্তদের চোখে জল আর বুকে গর্ব—এই লুকে সলমন যেন সত্যিই এক ভারতীয় যোদ্ধা। ছবির মোশন পোস্টারে সালমান খানকে দেখা যাচ্ছে গালে রক্তের দাগ, ঠোঁট চেপে ধরা কঠিন সংযমে আর চোখে অগ্নিগর্ভ দেশপ্রেম। কোনও বন্দুক নয়, গুলি নয়, এই ছবি তুলে ধরবে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে একটিও গুলি না ছুঁড়েই শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। এই যুদ্ধ হয়েছিল ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায়, শ্বাসরুদ্ধকর ঠান্ডায়, অথচ প্রত্যয় ছিল অটুট। সেই ইতিহাসকে এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সলমন।

গত ছবি ‘সিকন্দর’ বক্স অফিসে সাফল্য না পেলেও, গলওয়ান নিয়ে ভাইজানের এই যুদ্ধনাট্য নিয়েই এখন আশাবাদী বলিউড। ছবি মুক্তির আগেই চর্চায় উঠে এল সলমনের ফিট ও লিন চেহারার নয়া অবতার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন— “লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও ...” সেই পোস্টের নিচেই বহু ভক্ত বলেছিলেন, কিছু ‘বড় কিছু’ আসতে চলেছে।
১৫ জুন, ২০২০—লাদাখের গলওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ, যেখানে প্রচলিত অস্ত্র ব্যবহার করা নিষিদ্ধ ছিল, ফলে লাঠি, পাথর আর খালি হাতে হয় ভয়াবহ যুদ্ধ। ৪৫ বছরের মধ্যে এটি ছিল প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ছবি শুধু বিনোদন নয়, এ ভারতীয় সেনার আত্মত্যাগের গল্প। নির্মাতাদের মতে —‘ব্যাটেল অফ গলওয়ান’ শুধু এক ছবি নয়, এক গর্বের অধ্যায়।
