আজকাল ওয়েব ডেস্ক: হ্যাঁ, হ্যারি পটার আবার ফিরেছে! খুলে যাবে ফের হগওয়ার্টসের দরজা। কিংক্রস স্টেশন থেকে কালো ধোয়াঁর গোল্লা ছেড়ে,ঝমঝম করে ছাড়বে হগওয়ার্টস এক্সপ্রেস! বহু প্রতীক্ষিত হ্যারি পটার রিবুট সিরিজ অবশেষে ঢুকেছে প্রোডাকশন পর্বে, আর এইচবিও ম্যাক্স শেয়ার করেছে সেট থেকে প্রথম ঝলক—যেখানে নতুন 'হ্যারি পটার'-কে দেখা গেল হগওয়ার্টসের পোশাকে, চেনা গোল ফ্রেমের চশমায়!
সমাজমাধ্যমে পোস্ট করা সেই ছবিতে দেখা গেল নবাগত অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিন-কে হ্যারি পটারের পোশাকে। পাশে ক্ল্যাপবোর্ড—অর্থাৎ শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, এক নতুন যাদু-কাহিনি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে—“প্রথম বর্ষের দিকে পা বাড়ানো গেল।. দ্য এইচবিও অরিজিন্যাল হ্যারি পটার সিরিজের শুটিং শুরু হল।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by HBO Max (@hbomax)
তা কে এই ‘নতুন হ্যারি’ ডমিনিক ম্যাকলাফলিন? এই ইংরেজ শিশু শিল্পীর সামনে দায়িত্ব বিশাল—ড্যানিয়েল ব়্যাডক্লিফ-এর বিশাল হ্যারি-ছায়া পেরিয়ে, নিজের মতো করে হ্যারিকে জীবন্ত করে তোলা। কিন্তু ভক্তরা ইতিমধ্যেই উৎসাহী ও আশাবাদী -“হ্যারি হিসেবে ওকে তো ভাল-ই মানিয়েছে!”, “বাহ্। দারুণ শুভেচ্ছা। নিন্দুকদের আক্রমণ থেকে মিষ্টি ছেলেটাকে বাঁচিও সবাই”, কেউ বা লিখলেন - “এই যে ছোট্ট হ্যারি, মন দিয়ে কাজ কবে। নিজের সেরাটা দেবে!!” সোশ্যাল মিডিয়ায় এই নতুন হ্যারি-কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একরাশ উষ্ণতা, ভরসা আর প্রত্যাশা।
তা এই নয়া হ্যারি পটার সিরিজের বিখ্যাত ত্রয়ী -তে কারা আছেন এবার?
হ্যারি পটার – ডমিনিক ম্যাকলাফলিন
রন উইজলি – অ্যালাস্টার স্টাউট
হারমায়োনি গ্রেঞ্জার – আরাবেলা স্ট্যানটন
ডাম্বলডোর – জন লিথগো
ম্যাকগনাগাল – পাপা এসিয়েদু
স্নেপ – জ্যানেট ম্যাকটিয়ার
হ্যাগ্রিড – নিক ফ্রস্ট
এই বড়সড় কাস্টিং ইতিমধ্যেই রিবুট সিরিজকে দুরন্ত সম্ভাবনার দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে, হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং-ও খুশি!
হ্যাঁ, অরিজিনাল ক্রিয়েটর জে কে রাউলিং রয়েছেন সিরিজে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে। তিনি এক্স (সাবেক টুইটার)-এ লেখেন—“হ্যারি পোস্টার সিরিজের প্রথম সিজনের দু'টি পর্বের চিত্রনাট্য পড়েছি। আর বিশ্বাস করুন, অপূর্ব লেগেছে! দারুণ! দারুণ!”
এই কথাটাই বুঝিয়ে দেয়—নতুন হ্যারি পটার-এর ‘ম্যাজিক গ্যারান্টিড!’
প্রসঙ্গত, বছর দুয়েক আগে ওয়ার্নার ব্রোজের ডিসকভারি সিইও ডেভিড জ্যাসলাভ একটি নতুন সার্ভিসের কথা ঘোষণা করেছিল। এখানে থাকবে এইচবিও ম্যাক্স (HBO Max) এবং ডিসকভারি প্লাসের অরিজিন্যাল কনটেন্ট। এখানেই দেখানো হবে জেকে রাউলিংয়ের বইয়ের ভিত্তিতে একটি নতুন সিরিজ। বুধবার একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
এই সিরিজে উঠে আসবে তাঁর লেখা সাতটি বইয়ের বিভিন্ন গল্প যা তিনি ১৯৯৭ থেকে ২০০৭ এর মধ্যে লিখেছিলেন। এটি এক দশকের সিরিজ হতে চলেছে যা একই রকমের উন্নতমানের কাজ, ভালোবাসা এবং যত্ন দিয়ে তৈরি করা হবে। একই সঙ্গে সিরিজের বিষয়ে জানা গিয়েছে এখানে একদম নতুন কাস্টিং দেখা যাবে। গত ২৫ বছর ধরে হ্যারি পটারের চরিত্ররা যেভাবে দর্শকদের মনে গেঁথে বসে আছে, সেটাকে নতুন প্রজন্মের কাছে একই ভাবে পৌঁছে দিতে সেই একই চেষ্টা করা হবে।
জানা গিয়েছে লেখক জেকে রাউলিং নিজে এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করবেন। তাঁর সঙ্গে থাকবেন নীল ব্লেয়ার এবং রুথ কেনলি লেটস। যবে থেকে এই টিভি সিরিজের কথা প্রকাশ্যে এসেছে তবে থেকে দর্শক সহ হ্যারি পটারের ভক্তদের থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলছে। হ্যারি পটারের বই, ছবি, থিয়েটার শো, ইত্যাদি মিলিয়ে ওয়ার্ল্ড অব হ্যারি পটারের প্রায় ২৫ বিলিয়ন ডলার আছে। যদিও কিছুদিন আগে রাউলিং রূপান্তরকামীদের নিয়ে মন্তব্য করেছিলেন সেটা বিতর্কের সৃষ্টি করেছে।
জেকে রাউলিং এই সিরিজের প্রথম ফিচার ফিল্মের ২০ তম বর্ষপূর্তিতে অনুপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এই ছবির কলাকুশলিরা সকলে একসঙ্গে সময় কাটান এবং একই সঙ্গে বই এবং এই চলচ্চিত্রের কথাকে স্মরণ করেন। অভিনেতা ড্যানিয়েল র্যাএডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট ট্রান্সজেন্ডার ইস্যুতে রাউলিংয়ের মন্তব্যের বিরুদ্ধে কথা বলেন সেখানে, অন্যদিকে হেলেনা বনহ্যাম কার্টার এবং রাল্ফ ফিয়েনেস রাউলিংয়ের পক্ষে কথা বলেছেন।