আজকাল ওয়েবডেস্ক: ভরা বর্ষার প্রবল বৃষ্টিতে তাপমাত্রার পারদ নামলেও, রীতিমতো তছনছ রাজস্থান। টানা বৃষ্টির জেরে জলমগ্ন প্রায় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে জারি মৃত্যুমিছিল। নিখোঁজ বহু। জলমগ্ন শহরে একাধিক জেলায় স্কুল বন্ধের ঘোষণা করেছে প্রশাসন।
প্রবল বৃষ্টির আগাম সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর। জারি ছিল লাল সতর্কতাও। পূর্বাভাস সত্যিই হয়েছে। তুমুল বৃষ্টির জেরে জলের তলায় প্রায় সমস্ত রাস্তাঘাট। ফুঁসছে নদী। সতর্ক করা সত্ত্বেও ভারী বৃষ্টির মধ্যে নদীতে স্নান করতে নেমেছিলেন কয়েকজন। জলের তোড়ে তলিয়ে যান সকলেই।
কেউ প্রাণ হারিয়েছেন জলে ডুবে, কেউ উপড়ে পড়া গাছ চাপা পড়ে, কেউ বা তলিয়ে গিয়ে। আবার অনেকেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা মঙ্গলবার আরও বাড়তে পারে। নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার প্রবল বৃষ্টির জেরে রাজস্থান জুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকার মধ্যে চিতোরগড়ে চারজন, প্রতাপগড়ে তিনজন, চুরুতে দু'জন, কোটা, ভরতপুর ও পালি জেলার একজন করে বাসিন্দা রয়েছেন। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ জলে তলিয়ে মারা গেছেন বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসন আরও জানিয়েছে, গতকাল সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে কোটায়। নিমোদা হারিজি গ্রামের বিরাজ মাতাজি মন্দিরের কাছে চম্বল নদীর তীরে পিকনিক করতে গিয়েছিলেন সাত বন্ধু। বন্ধুরা একসঙ্গে মিলে সেই নদীতে স্নান করতে নামেন। আচমকাই নদীর স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সকলেই ভেসে যান।
স্থানীয়রা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জানান।খরব পেয়েই দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে তারা। সাতজনের মধ্যে এক তরুণীকে উদ্ধার করা গিয়েছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। নিখোঁজ ছ'জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধারকাজ জারি রেখেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসন জানিয়েছে, কোটায় বান্ধা ধরমপুরায় এক তরুণী স্কুটার সহ জলের তলিয়ে যান। বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। বিপর্যস্ত হয়েছে পালি জেলাও। রেললাইনের তলায় মাটি ধসে যাওয়ার জেরে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। একাধিক ট্রেন বাতিল হয়েছে ওই লাইনে।
পালি ও কোটায় প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে দুই জেলাই। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুই জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, রাজস্থানের জয়পুরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই অপ্রত্যাশিতভাবে ভারী বৃষ্টি হয়েছে। তুমুল বৃষ্টির জেরে একধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পৌঁছেছে।
আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় জেলায় জেলায় মোতায়েন রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম। ভারী বৃষ্টির মধ্যে নদী ও ঝর্ণার আশেপাশে যেতেও স্থানীয় বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। কোটার রাস্তাঘাট শুধুমাত্র জলমগ্ন হয়নি। জলমগ্ন বহু বাড়িও। একাধিক এলাকায় বাড়ির একতলা জলের তলায়। মৌসম ভবন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিলেও, কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে গতকাল। মঙ্গলবারেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন রাজস্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
