নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার হাত ধরে টলিউডে পথ চলা শুরু অভিনেত্রী সন্দীপ্তা সেনের। টলিউডে পরিচিতিও টেলিভিশনের মাধ্যমেই। যদিও এখন ছোটপর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। কাজ করছেন একের পর এক ছবি ও সিরিজে।‌ তবে এবার তিনি ফিরতে চলেছেন ধারাবাহিকে। তবে বাংলায় নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যেতে চলেছে সন্দীপ্তাকে। 

 

স্টার প্লাসে আসতে চলেছে নতুন মেগা। প্রযোজনায় এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজকে কেন্দ্র করে‌। অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির জয়জয়কারের গল্প বলেছিল 'নষ্টনীড়'। সেই সঙ্গে এই সিরিজে স্পষ্ট হয়েছিল, সাংসারিক জীবনের নানা টানাপোড়েনও।

 

আরও পড়ুন: টলিপাড়ার নতুন জুটি রাহুল-একতা! আসছে কোন ধারাবাহিক?

 

এবার এই সিরিজের গল্পকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক। 'নষ্টনীড়'-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। জানা যাচ্ছে, প্রথমে ১৫০ পর্বের জন্য তৈরি হতে চলেছে এই মেগা। তবে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে বাড়তে পারে পর্বের সংখ্যা। চণ্ডীগড়ে হতে চলেছে এই মেগার শুটিং। 

হিন্দি ধারাবাহিকে প্রথম কাজ, তাও আবার বাংলা সিরিজের গল্পে! সন্দীপ্তার কেমন অভিজ্ঞতা? আজকাল ডট ইন-এর প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করেন অভিনেত্রী। তাঁর কথায়, "এই বিষয়ে এখনই কিছু বলতে পারব না।"

 

প্রসঙ্গত, হইচই-এর আরও একটি সিরিজের মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। ২৫শে জুলাই মুক্তি পাচ্ছে হইচই-এর পরবর্তী অরিজিনাল সিরিজ ‘বীরাঙ্গনা’। ক্রাইম থ্রিলার এই সিরিজ-এর মাধ্যমে বাংলার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডল- এর অভিষেক ঘটছে পর্দায়। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্ঝর মিত্র।

 


সিরিজে ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ অফিসার। চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সন্দীপ্তা সেন বলেন,“'বীরাঙ্গনা'-তে চিত্রা বসুর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সত্যিই এক যুগান্তকারী অভিজ্ঞতা। এই প্রথমবার আমি একজন মহিলা পুলিশের ভূমিকায় অভিনয় করলাম। আমি নির্ঝর মিত্র ও হইচই-এর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এমন চরিত্র দিয়েছে।”

 


বাংলা থেকে হিন্দিতে কাজ করতে দেখা যায় বহু তারকাদের। এবার সেই দলে নাম লেখালেন সন্দীপ্তা সেনও। টেলিভিশনের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হলেও বহু বছর এর থেকে দূরে ছিলেন তিনি। এর আগেও বহুবার তাঁর ছোটপর্দায় ফেরার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সেই সময় এই স্পষ্ট করেছিলেন যে, তিনি এই মুহূর্তে টেলিভিশনে ফিরছেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন, ধারাবাহিকে একই চরিত্রে রোজ অভিনয় করতে গিয়ে একটা সময় পরে হাঁপিয়ে ওঠেন তিনি। তাই মেগা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার মত বদলে, নিজের অভিনীত চরিত্রকেই নতুনভাবে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অভিনেত্রী।