আজকাল ওয়েবডেস্ক: টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। লাঞ্চের সময়ে টিম ইন্ডিয়ার রান ২ উইকেট হারিয়ে ৯৮। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (৬২) ও অধিনায়ক শুভমান গিল (১)।
প্রথম টেস্টেও যশস্বী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন প্রথম টেস্টে। দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে যশস্বী ইংল্যান্ড বোলারদের শাসন করলেন। তাঁর ব্যাটিং দেখে মনে হয়নি পিচে জুজু রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭টি ম্যাচে যশস্বীর সংগ্রহ এখন ৮৭৯। ইংল্যান্ডের বিরুদ্ধেই তাঁর চারটি পঞ্চাশ ও তিনটি সেঞ্চুরি রয়েছে। লাঞ্চের পরে যশোলাভের দিকেই এগোতে চাইবেন জয়সওয়াল।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। এদিন অবশ্য চলল না রাহুল ম্যাজিক। ওকসের বলে মাত্র ২ রানে বোল্ড হয়ে যান তিনি। ভারতের রান তখন ১৫।
ঘরোয়া সিরিজে রানের পাহাড় করে তবে জাতীয় দলে ফিরে এসেছেন করুণ নায়ার। প্রথম টেস্টে তিনি সফল হননি। দ্বিতীয় টেস্টে যশস্বীর সঙ্গে পার্টনারশিপ গড়ছিলেন। কিন্তু লাঞ্চের আগে ৩১ রানে ফিরে গেলেন নায়ার। কার্সের হঠাৎ লাফিয়ে ওঠা বলটা সামলাতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে বসেন।
বার্মিংহ্যাম টেস্টে খেলছেন না জসপ্রীত বুমরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ইংল্যান্ড প্রথম টেস্টের দলই খেলাচ্ছে। আর ভারতীয় দলে হল তিনটি পরিবর্তন। লিডসে অভিষেক হওয়া সাই সুদর্শন বাদ পড়লেন। করুণ নায়ার নামেন তিনে। সুদর্শনের জায়গায় দলে এলেন নীতীশ কুমার রেড্ডি। মেলবোর্নে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন তিনি।
বুমরার পরিবর্তে দলে এলেন বাংলার আকাশদীপ। স্পিনার অলরাউন্ডার হিসেবে দলে ঢুকলেন ওয়াশিংটন সুন্দর। বাদ পড়লেন শার্দূল ঠাকুর। লক্ষ্মণীয় ভাবে দলে জায়গা হল না কুলদীপ যাদবের।
