আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব কিংসের স্বপ্ন ভাঙল। স্বপ্ন ভাঙল রিকি পন্টিংয়েরও। এবার না পারলেও পন্টিংয়ের কাজ প্রশংসিত হয়েছে খুব। এহেন পন্টিং ডাগ আউটে এত শান্ত থাকেন কী করে, তা নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। তিনি নিজে বুঝতেও পারেন না খেলোয়াড় জীবনের আগ্রাসী স্বভাবের পন্টিংয়ের অন্য রূপ ডাগ আউটে। 

বিস্মিত প্রীতির জিজ্ঞাসা, ''খেলার মাঠে এবং বাস্তব জীবনে একজন আগ্রাসী মানসিকতার প্লেয়ার কীভাবে শান্ত থাকতে পারেন?'' ওঠাপড়া, ভাঙা গড়া তাঁকে প্রাভাবিত করে না কোনও কিছুতেই। 

প্রীতির প্রশ্নে যে জবাব দিয়েছেন পন্টিং, তা অবাক করে দিয়েছে বলিউড সুন্দরীকেও। পন্টিং বলেছেন, ''ডাগ আউটে কখনও কখনও তো আমার পাশে এসে বসতেও পারো। তখন বুঝতে পারবে আমি সবসময়ে শান্ত থাকি না। ক্রিকেট মাঠে আমি আগ্রাসী মানুষ।''

 

?ref_src=twsrc%5Etfw">June 7, 2025

ক্রিকেটজীবনে পন্টিং দারুণ আগ্রাসী ছিলেন। মোহালি টেস্টে রান আউট হওয়ার পরে জাহির খান তাঁকে বলেছিলেন, তুমি তো দেখছি বোল্টের মতো দৌড়াও। সেই অধ্যায় নিয়ে কম কালি খরচ হয়নি। শারজায় হরভজনের বলে ঠকে যাওয়ার পরে ভাজ্জির দিকে প্রায় তেড়ে গিয়েছিলেন। তখন হরভজন সদ্য এসেছেন। এহেন পন্টিং  বলছেন, ''ক্রিকেটের সময় বাদ দিলে আমি যে কোনও লোকের সঙ্গে বসে কফির পেয়ালায় চুমুক দিয়ে গল্প করতে পারি। কিন্তু ক্রিকেটের সময়ে দলের কাছ থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে হয়। আমি এক মুহূর্ত সময় নষ্ট করি না, একটা দিনও নয়।''