পরিচালকের কড়া শাসনে কৌশানী মুখোপাধ্যায়। অক্ষরে অক্ষরে পালন না করলেই বকুনি! শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর খুনসুটি ধরা পড়ল লেন্সবন্দি এক মুহূর্তে। সেখানে নায়িকাকে ‘অসুন্দর’ করার নিদান দিয়েছেন পরিচালক। চরিত্রের স্বাভাবিকতাকে বজায় রাখতেই এমন নির্দেশ, আর সেই নিয়েই হাসি-ঠাট্টায় মেতে উঠলেন পরিচালক-নায়িকা জুটি।
‘রক্তবীজ ২’-এর সেটে এমনই এক মজার মুহূর্ত। পরিচালক শিবপ্রসাদ চেয়েছিলেন নায়িকাকে একদম মেকআপবিহীন অবস্থায় দেখতে। কিন্তু কৌশানীর মুখে তখনও সামান্য মেকআপ। তাতেও নারাজ পরিচালক! তাঁর স্পষ্ট নির্দেশ — সব তুলে ফেলতে হবে, মুখে মেকআপের লেশমাত্র থাকবে না।
অবশ্য কৌশানীও চুপ করে থাকার পাত্রী নন। হাসতে হাসতেই জবাব দিলেন, “আজকে আমি কিচ্ছু করিনি! তুমি তো নিজেই দেখলে স্ক্রিপ্ট পড়ানোর সময়।” কিন্তু তাঁর কথা আর শোনা হল কই! শিবপ্রসাদের নির্দেশে টিস্যু দিয়ে নায়িকার মুখ থেকে তুলে ফেলা হল মেকআপ। কারণ পরিচালকের কথায় কৌশানী ‘অস্বাভাবিক’ সেজে আসেন। সেই কথা শুনে হেসে ফেলেন নায়িকা স্বয়ং। জানান, তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ছবিতে তিনি অনেক সাজতে পারবেন। কিন্তু সে তো হয়নি। উল্টে তাঁকে ন্যূনতম সাজটুকুও বিসর্জন দিতে হয়েছে। পর্দার বাস্তবতা ধরে রাখার কড়া নিয়মে পরিচালক-নায়িকার মজার এই কথোপকথনে প্রাণ ফিরে পায় ‘রক্তবীজ ২’-এর সেট।
‘রক্তবীজ ২’-এ অঙ্কুশের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন কৌশানী। বাংলাদেশি নৃত্যশিল্পী আয়েশা খান চৌধুরি হয়ে দর্শকের মন জয় করেন। ছবির ক্লাইম্যাক্সে তাঁর উপর দৃশ্যায়িত গান এখন জনপ্রিয়। পাশাপাশি কৌশানীর পরিণত অভিনয় নিয়েও চলছে চর্চা। অঙ্কুশের সঙ্গে তাঁর রসায়নও দর্শকদের মনে ধরেছে।
২০২৪-এ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’তে অভিনয় করে কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করেন কৌশানী। সেই ছবিতে শিবপ্রসাদ শুধু তাঁর পরিচালকই নন, নায়কও বটে। দু’জনের রসায়ন পর্দায় দর্শককে মাতিয়ে রাখে। বক্স অফিসেও ভাল ব্যবসা করে ছবিটি।
চলতি বছরের পুজোতেও সাফল্যে ভেসেছেন কৌশানী। ২৬ সেপ্টেম্বর মুক্তি পায় ‘রক্তবীজ ২’। পঞ্চম সপ্তাহেও ছবিটি দেখতে প্রেক্ষাগৃহের আসন ভরাচ্ছেন দর্শক। ২০২৩ সালে সত্য ঘটনায় ছায়ায় রচিত হয় ‘রক্তবীজ’। মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবীর চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে। এবারও অন্যথা হবে না। নয়া সংযোজন অঙ্কুশ এবং কৌশানীকে। বক্স অফিসে ভাঁড়ার ভরেছে এই ছবির।
