আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান। আইপিএল খেতাব হাতে উঠেছে বিরাট কোহলির। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভক্তরা উদযাপন করছেন তাঁদের মতো করে।
এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে এক আরসিবি ভক্ত কোহলির ছবিতে রক্ত তিলক পরাচ্ছেন। ধারালো জিনিস দিয়ে নিজের হাত কেটেছেন ওই ভক্ত। ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্ত নিয়ে কোহলির কপালে তিলক কেটে দিচ্ছেন সেই ভক্ত। এই দৃশ্য দেখার পরে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এই মানুষটার হৃদয়ে কোহলির জন্য কত ভালবাসা রয়েছে। শরীর থেকে রক্ত বের করে পরিয়ে দিচ্ছে কোহলির ছবিতে।
আরেক নেটিজেন লিখেছেন, এমন অন্ধ ভালবাসাও ঠিক নয়। এরকমই নানা মন্তব্যে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। যদিও এই ভিডিও যাচাই করে দেখেনি আজকাল ডট ইন।
??wot
— Ghar Ke Kalesh (@gharkekalesh)
pic.twitter.com/4ZuXJHttuaTweet by @gharkekalesh
বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে লেগেছে কালির ছিঁটে। ১১ টা তাজা প্রাণের প্রয়াণ ঘটেছে বিজয়োল্লাসে। তারই ময়নাতদন্ত করে যাচ্ছে দেশ। প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা এই ঘটনার জন্য সমালোচনা করছেন। কপিল-গম্ভীরের মতো ক্রিকেট ব্যক্তিত্ব বলছেন, জীবনের থেকে উৎসব কখনও বড় হতে পারে না।
কিন্তু ভিডিওয় ছড়িয়ে পড়া কোহলি প্রেমিক যা করলেন, তা দেখেও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বললেন, ''এ মোটেও সমর্থন নয়। এটা জীবনের সঙ্গে খেলার নামান্তর। সমর্থন করো, উন্মাদ হয়ো না।''
