নারায়ণপুরের আবাসনের ফ্ল্যাটের ভেতর স্ত্রী-মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে, পাশে ঝুলছে স্বামীর দেহ। তদন্তে নেমে পুলিশের অনুমান, স্ত্রীকে খুনের পর মেয়ের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা। গুরুতর আহত কন্যা হাসপাতেল চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
