আজকাল ওয়েবডেস্ক: কে বলল বিরাট কোহলির মাথা গরম! মাঠের ভিতরে তিনি মেজাজ হারান। আগ্রাসী মনোভাবের পরিচয় দেন। তেড়ে যান প্রতিপক্ষের দিকে। স্যাম কনস্টাসের মতো বয়স এবং অভিজ্ঞতায় কম ক্রিকেটারকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে শিরোনাম হন।
আইপিএল ফাইনাল জয়ের পরে শ্রেয়স আইয়ারের বাবার সঙ্গে কোহলির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও দেখলে আপনিও শ্রদ্ধায় মাথা ঝোঁকাবেন।
ভারতীয় সংস্কৃতির প্রথা মাথায় রেখে কোহলি মাথা ঝোঁকালেন শ্রেয়সের বাবার কাছে। তাঁর কাছ থেকে আশীর্বাদ নিলেন। শ্রেয়সের বাবাও কোহলিকে আশীর্বাদ দিলেন প্রাণ ভরে। পরে শ্রেয়সের মাথায় হাত রাখেন কোহলি। অগ্রজ হিসেবে অনুজকে পরামর্শ দেন। মাঠের বাইরে এক অন্য বিরাট কোহলি ফুটে ওঠেন। এই কারণেই বিরাট কোহলি মাঠে ও মাঠের বাইরে সমান সমাদৃত। সেই কোহলিই বিজয়অনুষ্ঠানে ১১টা প্রাণের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছে। সেই পোস্ট শেয়ার করে কোহলি লিখেছেন, ''আমি ভেঙে পড়েছি, প্রকাশ করার ভাষা নেই।''
Heartwarming moment of Virat Kohli meeting Shreyas Iyer & taking blessing of his father❤️❤️pic.twitter.com/q8LNB61ZZo
— Rajiv (@Rajiv1841)Tweet by @Rajiv1841
