আজকাল ওয়েবডেস্ক: প্রবল ধিক্কার, সমালোচনার ঝড়ে শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট জয়োৎসবের ভিডিও ডিলিট করতে বাধ্য হল। 

গতকাল আইপিএলের তাজ উঠেছে বিরাটদের মাথায়। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। 

টিম বাসকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। বীর ক্রিকেটারদের নাম ধরে বর্ষিত হচ্ছে অভিনন্দন। এরকমই এক ভিডিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভক্তদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরে জনরোষ এসে পড়ে আরসিবির উপরে। ক্রমাগত ধেয়ে আসা সমালোচনার মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিও ডিলিট করে দেয়।

?ref_src=twsrc%5Etfw">June 4, 2025


কিছুপরেই সরকারিভাবে বিৃবতি দিয়ে শোকজ্ঞাপন করে। সেখানে লেখা, ''আজ বিকেলে দলের ঘরে ফেরার প্রত্যাশায় বেঙ্গালুরু জুড়ে জনসমাগম  হয়েছিল। মিডিয়া রিপোর্টে প্রকাশিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা গভীরভাবে শোকাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করছে আরসিবি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কর্মসূচি পরিবর্তন করেছি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ অনুসরণ করেছি। আমরা আমাদের সমস্ত সমর্থকদের নিরাপদে থাকার  অনুরোধ করছি।''