আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়্যাল চ্যালেঞ্জার্সের বড় ভক্ত। আইপিএলের মেগা ফাইনালের আগে সুনাক বললেন, ''বেঙ্গালুরুর পরিবারে আমার জন্ম। তাই আরসিবি আমারই দল।''

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনাক এক মজার ঘটনা জানান। তাঁর শ্বশুরবাড়ির লোকজন বিয়ের সময়ে সুনাককে আরসিবি-র জার্সি দিয়েছিলেন। তার পর থেকেই গভীরভাবে তিনি আরসিবি-কে অনুসরণ করেন। সুনাক বলেছেন, ''অনেকদিন আগে ম্যাচ দেখতে গিয়েছিলাম। ডাউনিং স্ট্রিট থেকে আমি আরসিবির হয়ে গলা ফাটাতাম।'' 

সুনাকের পছন্দের খেলোয়াড়ের নাম বিরাট কোহলি। 'টোটাল লিজেন্ড'বলে বিরাটকে উল্লেখ করেছেন সুনাক। কোহলির সই করা একটা ব্যাট তাঁকে উপহার দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

কেবলমাত্র আরসিবির ভারতীয় তারকাদের নিয়েই তিনি উচ্ছ্বসিত নন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, ''আরসিবি-র ইংলিশ তারকাদের অবদানও অনস্বীকার্য। পিল সল্ট, লিয়াম লিভিংস্টোন--তোমরা কাপ ঘরে নিয়ে এসো।'' 

সুনাকের মতে, আইপিএল বদলে দিয়েছে বিশ্ব ক্রিকেটকে। তিনি বলেছেন, ''আইপিএল পুরোদস্তুর বদলে দিয়েছে ক্রিকেটকে। প্রতিটি ক্রিকেটার নিজেদের কেরিয়ারের কোনও এক সময়ে খেলতে চায় আইপিএল।''