আজকাল ওয়েবডেস্ক: চাপ কাটল আরসিবির। ফাইনাল খেলতে মঙ্গলবারই আহমেদাবাদে পৌঁছে গেলেন দলের ওপেনার ফিল সল্ট। ফাইনালের আগের দিন দলের অনুশীলনে দেখা যায়নি সল্টকে। তিনি আচমকাই দেশে ফিরে গিয়েছিলেন। শোনা গিয়েছিল তাঁর স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেবেন। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ার খেলে দেশে ফিরে গিয়েছিলেন সল্ট। আর ঠিক মঙ্গলবার সকালে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিলেন এই ওপেনার।
এটা ঘটনা আরসিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সল্ট। গতবার কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তাঁর বড় ভূমিকা ছিল। এবারের আইপিএলেও সল্টকে বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছে। ১২ ম্যাচে করেছেন ৩৮৭। স্ট্রাইক রেট ১৭৫.৯০। গড় ৩৫.১৮। জেকব বেথেল ফিরে যাওয়ায় উইকেটকিপার–ব্যাটার সল্টের গুরুত্ব আরও বেড়েছে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ফিল্ট আহমেদাবাদে ফিরে এসেছেন। ফাইনাল খেলতে কোনও সমস্যা নেই।
প্রসঙ্গত, নয় বছর পর আবার ফাইনালে উঠেছে আরসিবি। এই নিয়ে চারবার তারা উঠল ফাইনালে। আগের তিনবারই রানার্স হয়ে খুশি থাকতে হয়েছে। তাই এবার ট্রফি জিততে মরিয়া বিরাটরা। অধিনায়ক রজত পতিদার জানিয়ে দিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে প্রথম মরসুম। ফাইনালে উঠতে পেরে আপ্লুত। কোচ ও সিনিয়র ক্রিকেটাররা আমাকে প্রচুর সাহায্য করেছে। এবার ফাইনালের অপেক্ষা।’
কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাবকে উড়িয়ে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। সেই দলের বিরুদ্ধেই ফের খেলতে হবে ফাইনাল। শ্রেয়সরা মুম্বইকে উড়িয়ে ফাইনালে উঠেছে।
