আজকাল ওয়েবডেস্ক: মাঠের ভিতরে আবেগের লড়াই। মাঠের বাইরে আবার অর্থের লড়াই। আজ নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল। যে দলের মাথায় উঠবে খেতাবের তাজ, সেই দল ঝুলিতে ভরবে ২০ কোটি টাকা। 

 রানার্স আপ দল পাবে ১২.৫০ কোটি টাকা। গতবারও কলকাতা নাইট রাইডার্স একই পরিমাণ অর্থ পেয়েছিল চ্যাম্পিয়ন হয়ে। 

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগত  পুরস্কার। থাকছে ব্যক্তিগত পুরস্কারও। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ও এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার যাঁদের হাতে উঠবে তাঁদের পকেটেও যাবে বিশাল অঙ্কের অর্থ। 

অরেঞ্জ কাপ জয়ী তারকা ঝুলিতে পুরবেন ১০ লক্ষ টাকা। পার্পল ক্যাপ জয়ী ক্রিকেটারে পকেটেও ঢুকবে একই পরিমাণ অর্থ। এমার্জিং প্লেয়ারও পাবেন একই অর্থ। 

এলিমিনেটর স্টেজে যে দল ছিটকে গিয়েছে, সেই দল পাবে ৬.৫ কোটি টাকা। এবার এই পুরস্কার পাবে গুজরাট টাইটান্স। কোয়ালিফায়ার ২-তে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা পাবে ৭ কোটি টাকা। এছাড়াও রয়েছে ফেয়ার প্লে ট্রফি। আইপিএলের মেগা নিলামে একেক জন ক্রিকেটার নিমেষে হয়ে গিয়েছেন কোটিপতি। কেউ লাখপতি। আইপিএল ফাইনাল জিতলে বিপুল অর্থের মালিক হবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। সেই সঙ্গে ব্যক্তিগত ভাবে ক্রিকেটাররাও আর্থিক দিক থেকে লাভবান হবেন।