আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে আইপিএল ফাইনাল। যে ফাইনালের বল গড়ানোর কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, সেই ফাইনাল সরে গেল আহমেদাবাদে। সেখানেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে সমর্থকরা অবশ্য স্বপ্ন দেখছেন বিরাট কোহলির হাতে উঠবে আইপিএল ট্রফি। 

চলতি আইপিএলে আরসিবি ও পাঞ্জাব ১৪ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু রান রেটের বিচারে পাঞ্জাব কিংস এগিয়ে থাকায় তারাই শীর্ষে। বৃষ্টির জন্য যদি আইপিএল ফাইনালের বল না গড়ায়, তাহলে কিন্তু নেট রান রেটের বিচারে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব কিংসই। 

কিন্তু ফাইনালের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জানে না তারা টিম ডেভিডকে পাবে কিনা। গত দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারকে পায়নি আরসিবি। হ্যামস্ট্রিংয়ে চোট ছিল তাঁর। ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাতিদার জানান তিনি এখনও জানেন না টিম ডেভিডকে পাওয়া যাবে কিনা। পাতিদার বলেন, ''টিম ডেভিড আদৌ নামবে কিনা, তা এখনও পর্যন্ত আমার জানা নেই। চিকিৎসকরা ওর সঙ্গেই রয়েছেন। আজ সন্ধ্যায় জানা যাবে।'' 

শুধুমাত্র টিম ডেভিড নন, আরসিবি-র ওপেনিং ব্যাটার ফিল সল্টও অনিশ্চিত। বাবা হবেন তিনি। ফাইনালের আগে সল্টকে দেখা যায়নি আরসিবি-র ট্রেনিং সেশনে। দুই তারকা আদৌ খেলতে পারবেন কিনা, তা নিয়েই সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে অধরা ট্রফি ঘরে তোলার জন্য নামছে আরসিবি।