আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, ক্যাচেস উইন ম্যাচেস। ১৯৯৯ বিশ্বকাপে স্টিভ ওয়ার ক্যাচ ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। 

স্টিভ ওয়ার মন্তব্য বিখ্যাত হয়ে রয়েছে। গিবসকে উদ্দেশ করে ওয়া বলেছিলেন, ''মেট ইউ হ্যাভ জাস্ট ড্রপড দ্য ওয়ার্ল্ড কাপ।'' সেরকমই সঞ্জয় বাঙ্গারের মতো প্রাক্তন আরসিবি কোচ মুম্বই ইন্ডিয়ান্সের হারের জন্য কাঠগড়ায় তুললেন ট্রেন্ট বোল্টকে। 

নেহাল ওয়াধেরার ক্যাচ ছাড়লেন বোল্ট। তিনি যখন ২ রানে ব্যাট করছেন, সেই সময়ে ক্যাচ পড়ে। জীবন ফিরে পেয়ে শ্রেয়স আইয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন ওয়াধেরা। তিনি ২৯ বলে ৪৮ রান করেন। 

সঞ্জয় বাঙ্গার মনে করেন, বোল্ট ক্যাচ ফেলায় হার্দিক পাণ্ডিয়ার হাতে বোলিং অপশন কমে যায়। বাঙ্গার বলেছেন, ''বোল্ট ক্যাচ ফেলেছে। কিন্তু তার ফলাফল কী হল, সেটাই আসল ব্যাপার। সেই সময়ে স্যান্টনার বেশ ভাল বোলিং করছিল। ওয়াধেরা তখন সদ্য শুরু করেছে। খুব সতর্ক ভাবে খেলছিল। ওই ক্যাচ ফেলার অর্থ হল স্যান্টনারের ১২টা ডেলিভারি সেট হওয়া ওয়াধেরার পিছনেই ব্যয় হল। সেই সময়ে ওয়াধেরা ফিরে গেলে শশাঙ্ক সিং ও মার্কাস স্টোয়নিসকে খেলতে হত স্যান্টনারকে। এর ফলে হার্দিকের হাতে বোলিং অপশন কমে আসে। রিসি টপলিকে আক্রমণে আনতে হয়। তাই এটা শুধুমাত্র ক্যাচ ফেলা নয়, ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিল পুরোদস্তুর।'' 

 

?ref_src=twsrc%5Etfw">June 1, 2025


স্যান্টনার ২ ওভারে ১৫ রান দেন। অন্যদিকে টপলির আইপিএল অভিষেক ঘটে চোট পাওয়া রিচার্ড গ্লিসনের পরিবর্তে। টপলি ৩ ওভারে ৪০ রান দেন। 

ওই একটা ক্যাচ ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সকেও ম্যাচ থেকে ছিটকে দিল।