
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক ভাইরাসের আক্রমণে আক্রান্ত হচ্ছে মানবসভ্যতা। এবার করোনার প্রত্যাবর্তনের আতঙ্কের মধ্যেই অপর একটি ভাইরাস কাঁপিয়ে দিচ্ছে বিজ্ঞান মহলকে। ভাইরাসটির নাম মারবার্গ ভাইরাস। এটি একটি অত্যন্ত বিপজ্জনক এবং মারাত্মক রোগ। যা ছড়িয়ে পড়ছে আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে। আশঙ্কার কথা করোনার মতোই মারাত্মক ছোঁয়াচে এই রোগ। আর এর উপসর্গ করোনার চেয়েও ভয়ঙ্কর।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মারবার্গ ভাইরাস একটি বিরল কিন্তু মারাত্মক ভাইরাল হেমোরেজিক ফিভার সৃষ্টি করে, যার মৃত্যুরহার খুব বেশি। এটি প্রথম ১৯৬৭ সালে জার্মানির মারবার্গ ও ফ্রাঙ্কফুর্ট শহরে এবং সার্বিয়ার বেলগ্রেডে শনাক্ত করা হয়। কিন্তু ভাইরাসটির উৎসস্থল আফ্রিকা বলেই দাবি বিজ্ঞানীদের। বর্তমানে আফ্রিকার দেশ রাওয়ান্ডাতে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে এই রোগ।
প্রাথমিক উৎস: মারবার্গ ভাইরাসের প্রাকৃতিক বাহক হল ইজিপ্টিয়ান রাউসেট নামক ফল খাওয়া বাদুড়। বাদুড়ের মলমূত্র, লালা বা টিস্যুর সংস্পর্শে এলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, বিশেষ করে গুহা বা খনিতে যেখানে এই বাদুড়েরা বাস করে।
মানুষ থেকে মানুষে সংক্রমণ: একবার কোনও মানুষ আক্রান্ত হলে, সংক্রামিত ব্যক্তির রক্ত, মলমূত্র, বমি, বীর্য বা অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটি এতই সংক্রামক যে এই রোগে মৃত রোগীর দেহ কবর দেওয়ার সময়ও সংক্রমণ ছড়াতে পারে।
লক্ষণ ও উপসর্গ: মারবার্গ ভাইরাসে আক্রান্ত হওয়ার ২ থেকে ২১ দিনের মধ্যে রোগলক্ষণ দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণগুলো ফ্লুর মতো মনে হলেও দ্রুত গুরুতর রূপ নেয়। প্রাথমিক লক্ষণ (২-৭ দিন)- আকস্মিক উচ্চ জ্বর (১০০.৪° ফারেনহাইট-এর বেশি), তীব্র মাথাব্যথা, তীব্র পেশী ব্যথা, দুর্বলতা এবং ক্লান্তি, গলা ব্যথা, বমি বমি ভাব, বমি এবং ডায়রিয়া (যা রক্তাক্তও হতে পারে), কিছু রোগীর ক্ষেত্রে চুলকানিহীন ফুসকুড়ি দেখা দিতে পারে।
পরবর্তী পর্যায়ের গুরুতর লক্ষণগুলি আরও ভয়াবহ। চোখ কোটরাগত হয়ে পড়ে। মুখ অভিব্যক্তিহীন হয়ে যায়। বিভিন্ন অঙ্গ যেমন - নাক, মাড়ি, চোখ বা ত্বকের নিচে, মল বা বমির সঙ্গে রক্তপাত হয়। ক্রমশ শ্বাসকষ্ট, গুরুতর ওজন হ্রাস এবং বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে মৃত্যু হয় রোগীর।
চোখ লাল, আচমকা জল পড়ছে? কনজাংটিভাইটিস নয় তো? কীভাবে রক্ষা পাবেন এই রোগ থেকে
গ্যাদগ্যাদে দাদ, হাজা, চুলকানি আর বিরক্ত করবে না, ভ্যাপসা আবহাওয়ায় ছত্রাক দূরে রাখতে মেনে চলবেন কোন কোন কৌশল?
এখন এই তিনটি পানীয় খেলেই বুড়ো বয়সে কাজ করবে না বিশেষ অঙ্গ! অভ্যাস ত্যাগ করুন আজই
গোড়াতেই চিহ্নিত করুন কিডনির রোগ, প্রাণ বাঁচাতে চিনে নিন কিডনি ড্যামেজ-এর পাঁচ লক্ষণ
১০ বছর আগে দিয়েছিলেন লিভার, এবার ৬০ বছর বয়সে কিডনি দান করে ছেলের প্রাণ বাঁচালেন বৃদ্ধা মা, চোখে জল নেটপাড়ার
ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র
জীবন নিয়ে খেলবেন না, র্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?
রক্ত সংকটের দিন শেষ! কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা, কবে থেকে পাওয়া যাবে?
আমের নামে বিষ খাচ্ছেন না তো? অসময়ে শেষ হবে কিডনি-লিভার, কেনার সময়ে সতর্ক হবেন কোন বিষয়ে?
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো