আজকাল ওয়েবডেস্ক: আলমারি ভর্তি পোশাক, অথচ পরার মতো কিছুই খুঁজে পাওয়া যায় না – এই সমস্যা অনেকেরই। সময়ের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় পোশাক জমে গিয়ে ওয়ার্ডরোব অগোছালো হয়ে পড়ে, যা মানসিক চাপেরও কারণ হতে পারে। ওয়ার্ডরোব ডি-ক্ল্যাটারিং বা অপ্রয়োজনীয় পোশাক সরিয়ে ফেলার মাধ্যমে পরিপাটি জীবন এবং মানসিক শান্তি দুই-ই পাওয়া সম্ভব। কিন্তু পোশাকের স্তূপ থেকে মুক্তি পেতে কী করা উচিত তা অনেকেই জানেন না। হাজার হোক জামা কাপড় তো আর ফেলে দেওয়া যায় না। তাই একটি পরিকল্পিত পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।
* সব পোশাক বাইরে বার করুন: প্রথমে আলমারি বা ওয়ার্ডরোব থেকে সমস্ত পোশাক বার করে এক জায়গায় রাখুন।
* বাছাই প্রক্রিয়া: প্রতিটি পোশাক হাতে নিয়ে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন – এটি কি আমি গত এক বছরে পরেছি? এটি কি আমার সাইজের? এটি কি এখনো পরার যোগ্য? কোনও পোশাক নিয়ে দ্বিধা থাকলে সেটি আলাদা করে রাখুন।
* তিনটি স্তূপ তৈরি করুন: 'রাখব', 'দান করব/বিক্রি করব', এবং 'ফেলে দেব' – এই তিনটি ভাগে পোশাকগুলি ভাগ করুন। ছেঁড়া বা ব্যবহারের অযোগ্য পোশাকগুলি 'ফেলে দেব' স্তূপে রাখুন।
* সংগঠিত করুন: যে পোশাকগুলি রাখার সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলি সুন্দরভাবে ভাঁজ করে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। মরশুম অনুযায়ী বা ব্যবহারের প্রকারভেদ অনুযায়ী সাজাতে পারেন।
* অতিরিক্ত পোশাকের সদ্ব্যবহার: যে পোশাকগুলি ভাল অবস্থায় আছে কিন্তু আর পরা হবে না, সেগুলি দান করতে পারেন অথবা অনলাইনে বা সেকেন্ড হ্যান্ড স্টোরে বিক্রি করতে পারেন।
* সচেতন কেনাকাটা: ভবিষ্যতে অপ্রয়োজনীয় পোশাক কেনা থেকে বিরত থাকুন। নতুন পোশাক কেনার আগে ভাবুন, এটি আপনার সত্যিই প্রয়োজন কিনা। একটি কিনলে একটি পুরনো পোশাক সরিয়ে ফেলার পদ্ধতি অনুসরণ করতে পারেন।
