
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কাঠমাণ্ডুতে জয়জয়কার প্রতীতির পালের। একটা নয়, দু'টো নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে চার চারটে সোনা জয় করে নজির গড়ল টেকনো ইন্ডিয়া ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্রী। গত ২৪-২৭ এপ্রিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে বলেছিল সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর। সেখানেই ভারতের হয়ে চারটি পদক জয় করেছে প্রতীতি পাল।
দেশের হয়ে প্রতীতি অনূর্ধ্ব-১৫ বিভাগে অংশ নিয়েছিল। সেই প্রতিযোগিতায় প্রতীতি দলগত, ডাবলস, মিক্সড ডাবলস এবং সিঙ্গেলসে সোনার পদক জয় করেছে। সে হারিয়েছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মলদ্বীপ ও শ্রীলঙ্কার প্রতিযোগিদের।
অনূর্ধ্ব-১৫ দলগত বিভাগে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দলে ছিল প্রতীতি। আরুষী নন্দীকে সঙ্গে নিয়ে প্রতীতি ডাবলসে সরাসরি ৩-০-এ নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অর্থভা নবরঙ্গির সঙ্গে জুটি বেঁধে সরাসরি ৩-০-এ পাকিস্তানকে হারিয়ে মিক্সড ডাবলসে সোনা পেয়েছে প্রতীতি। সিঙ্গলসে নিজের দেশেরই আরুষি নন্দীকে ৩-১-এ হারিয়ে প্রতীতি ছিনিয়ে নিয়েছে সোনা। চারটি সোনা জয় করে নেপালের কাঠমান্ডু থেকে শিলিগুড়িতে ফিরেছে শিলিগুড়ি অ্যাকাডেমির শিক্ষার্থী প্রতীতি পাল।
২০০৬ সালে পথ চলা শুরু টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, শিলিগুড়ির। সবুজ চা-বাগানে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে অবস্থিত সিবিএসই পাঠ্যক্রমের এই ইংরেজিমাধ্যম স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। তবে শুধু পড়ার বই নয়, শিক্ষার্থীদের বিকাশের জন্য সব ধরনের শিক্ষামূলক ব্যবস্থাই রয়েছে এই স্কুলে। এমনকী জোর দেওয়া হয় শিক্ষার্থীদের ভাল আচরণের উপরেও। একদিকে যেমন রয়েছেন দক্ষ শিক্ষক-শিক্ষিকা তেমনই অন্যদিকে রয়েছে কম্পিউটার, অত্যাধুনিক গবেষণাগার। ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রয়েছে সিসিটিভির ব্যবস্থাও। শিক্ষার্থীদের যাতায়াতের পথ সুগম করতে রয়েছে বিদ্যালয়ের নিজস্ব স্কুলবাস। সব মিলিয়ে পড়াশোনার পরিবেশ এবং পরিকাঠামো দুই’য়ের অসাধারণ যুগলবন্দিতেই শিলিগুড়ির টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল সেরার সেরা।