শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ১২ : ৩৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: জন সিনা, নামটি শুনলেই ভেসে ওঠে নজরকাড়া পেশি, দেহসৌষ্ঠব। কুস্তির দুনিয়া পেরিয়ে সম্প্রতি অভিনয় দুনিয়াতেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন পর্দায় ‘পিসমেকার’। সেই তিনিই এবার জানালেন ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। কিছুদিন আগেই ত্বকের ক্যানসার ধরে পড়েছে তাঁর। নিজেই সংবাদমাধ্যমে একথা স্বীকার করেছেন সিনা।
অন্যান্য ধরনের ক্যানসার সম্পর্কে কিছুটা সচেতনতা থাকলেও ত্বকের ক্যানসার নিয়ে অনেকেই বিশেষ কিছু জানেন না। ত্বকের ক্যানসার বিভিন্ন ধরনের হতে পারে। লক্ষণগুলিও ভিন্ন ভিন্ন হতে পারে।
মেলানোমা: এটি ত্বকের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ। এর লক্ষণগুলি নিম্নরূপ -
* নতুন তিল বা আঁচিলের অস্বাভাবিক বৃদ্ধি: যদি কোনও নতুন তিল বা আঁচিল দেখা দেয় এবং সেটি দ্রুত বড় হতে শুরু করে, তাহলে তা উদ্বেগের কারণ হতে পারে।
* আগের তিল বা আঁচিলের পরিবর্তন: আগে থেকে থাকা কোনও তিল বা আঁচিলের আকার, আকৃতি, রঙ বা অনুভূতিতে পরিবর্তন এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
* অসম আকৃতি: সাধারণ তিল বা আঁচিল গোলাকার বা ডিম্বাকার হয়, কিন্তু মেলানোমার আঁচিল প্রায়শই অনিয়মিত বা অসম আকৃতির হয়।
* চুলকানি, রক্তপাত বা ব্যথা: তিল বা আঁচিলে চুলকানি, রক্তপাত বা ব্যথা হলে তা মেলানোমার লক্ষণ হতে পারে।
বেসাল সেল কার্সিনোমা: এই ধরনের ত্বকের ক্যানসারের সবচেয়ে বেশি দেখা যায় এবং সাধারণত ধীরে ধীরে ছড়ায়।
* ছোট, চকচকে মাংসপিণ্ড: ত্বকের উপর ছোট, চকচকে, ফ্যাকাশে বা গোলাপী রঙের মাংসপিণ্ড দেখা যেতে পারে। এর মাঝে ছোট ছোট রক্তনালী দেখা যেতে পারে।
* উঁচু, মোমের মতো দাগ: ত্বকের উপর উঁচু, মোমের মতো মসৃণ দাগ দেখা যেতে পারে, যার প্রান্তগুলো সামান্য উঁচু এবং ভেতরের অংশ ডেবে যেতে পারে।
* ক্ষত: এমন ক্ষত যা কয়েক সপ্তাহ বা মাস ধরে সারছে না, অথবা সেরে গিয়ে আবার ফিরে ফিরে আসছে, তা এই ক্যানসারের লক্ষণ হতে পারে।
* রক্তপাত বা ক্রাস্ট: ক্ষত থেকে সহজেই রক্তপাত হতে পারে বা এর উপর শুকনো স্তর (ক্রাস্ট) জমতে পারে।
স্কোয়ামাস সেল কার্সিনোমা: এটিও ত্বকের একটি সাধারণ ক্যানসার। মেলানোমার চেয়ে কম মারাত্মক হলেও এই ক্যানসার দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
* শক্ত, লালচে মাংসপিণ্ড: ত্বকের উপর শক্ত, লালচে রঙের মাংসপিণ্ড দেখা যেতে পারে যা উঁচু এবং রুক্ষ হতে পারে।
* রুক্ষ, আঁশযুক্ত দাগ: ত্বকের উপর রুক্ষ, আঁশযুক্ত দাগ দেখা যেতে পারে যা স্পর্শ করলে খসখসে লাগে।
* ক্ষত: বেসাল সেল কার্সিনোমার মতো, এই ক্ষেত্রেও এমন ক্ষত দেখা যেতে পারে যা সহজে সারে না বা সেরে গিয়ে আবার ফিরে আসে।
নানান খবর

নানান খবর

ঠান্ডা দুধ খেলে কি সত্যিই অম্বল কমে? পেটের সমস্যায় কতটা কার্যকর এই ঘরোয়া টোটকা?

অফিসে বেরনোর আগে কোনও মতে নাকে-মুখে গুঁজে খাবার খাচ্ছেন? জানেন অতি দ্রুত খাবার খেলে পাকস্থলীতে মারাত্মক সমস্যা হতে পারে?

রোদ বৃষ্টির দোলাচলে বাড়তি চাপ হৃদযন্ত্রে? অসময়ে হৃদরোগ থেকে বাঁচতে কোন কোন বিষয়ে সতর্ক হবেন?

মাইগ্রেন গায়েব হবে ম্যাজিকের মতো! মাথা যন্ত্রণা কমাতে চাইলে জেনে নিন এই পাঁচটি ঘরোয়া টোটকা

ছারখার হয়ে যাবে ডায়াবেটিস! শুধু রোজ সকালে খালি পেটে খান এই তিনটি আয়ুর্বেদিক বিশল্যকরণী!

মাংসখেকো পরজীবী এবার শেয়াল থেকে মানুষের দেহে! হতে পারে ৫০-৬০ ফুট লম্বা? কিলবিলিয়ে বেরোতে পারে পায়ু থেকে?

এবার আস্ত মানবদেহ চাষ করা হবে কারখানায়? তিন গবেষকের পরিকল্পনা শুনে কাঁপুনি বৈজ্ঞানিক মহলে!

নিজের মূত্র পান করে রোগ সারিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল? প্রাক্তন বিজেপি সংসদের দাবি শুনে হতবাক চিকিৎসক

রোদের মধ্যেই কাজে যেতে হয়? হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার