আজকাল ওয়েবডেস্ক: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শহরে সোমবার রাতেই উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিনভর কর্মসূচি রয়েছে। ঝটিকা সফরে মঙ্গলবার শাহের সঙ্গী জে পি নাড্ডা। সোমবার মধ্যরাতে শহরে পৌঁছন তাঁরা। স্বাগত জানানোর জন্য বড়দিনের রাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ গেরুয়া শিবিরের নেতা নেত্রীরা। ব্যান্ড পার্টি, ঢাক-ঢোল বাজিয়ে নাড্ডা-শাহকে বরণ করে নেয় গেরুয়া শিবির। মঙ্গলবার দিনভর কর্মসূচি রয়েছে তাঁদের। সূত্রের খবর, মঙ্গল সকালে শহরের একটি গুরুদোয়ারা এবং কালীঘাট মন্দিরে যাবেন অমিত শাহ। মঙ্গলবার তাঁর ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার কর্মসূচি রয়েছে বলেও জানা গিয়েছে। এর মাঝেই দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে দুই শীর্ষ নেতার। লোকসভা ভোটের আগে এক মাসের মাথায় অমিত শাহের বঙ্গ সফর যথেষ্ট তাতপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে রাজ্য নেতাদের সঙ্গে রণকৌশল, প্রার্থী নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে দুই শীর্ষ নেতার। অন্যদিকে মঙ্গলবারেই পথে নামছে যুব তৃণমূল। সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ৩টার সময় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে এই প্রতিবাদ মিছিল, শেষ হবে স্বামীজির বাড়ির সামনে।