আজকাল ওয়েবডেস্ক: ‘বাজে না বকে যেটুকু বুদ্ধি মাথায় আছে সেটা নিজের দেশের উন্নতিতে কাজে লাগাও’। শাহিদ আফ্রিদি অর্থহীন বক্তব্যের পর তাঁকে কড়া ভাষায় জবাব দিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার পর আফ্রিদি জানিয়েছিলেন, এই ঘটনা ভারত ঘটিয়ে পাকিস্তানের ওপর দোষারোপ করছে। যা ঘিরে তীব্র ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল শাহিদ আফ্রিদিকে।

এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁকে কড়া ভাষায় জবাব দিলেন গব্বর। এক্স হ্যান্ডেলে আফ্রিদিকে ট্যাগ করে একটি পোস্টে গব্বর লেখেন, ‘কার্গিলে হারিয়েছিলাম। তোমরা এমনিই নিচের দিকে পড়ে আছো। আর কত নিচু মানের কাজ করবে কে জানে। বাজে না বকে নিজের এই বুদ্ধি দেশের উন্নতিতে কাজে লাগাও, কাজে দেবে। ভারত সরকারের প্রতি আমরা গর্বিত বোধ করি। জয় হিন্দ’।

উল্লেখ্য, পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের অনেকেই এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে পোস্ট করেছেন। সেই পরিস্থিতিতে আফ্রিদি সোমবার বলে বসেন সম্পূর্ণ অন্য কথা।

এক অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন পাক তারকা জানান, ‘ভারতের ভুলেই পহেলগাঁও কাণ্ড ঘটেছে। তার পর পাকিস্তানকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে। ইসলাম আমাদের শান্তি শেখায়।  পাকিস্তান এই ধরনের ঘটনাকে কখনওই সমর্থন করে না। ভারতীয়দেরই এর দায় নেওয়া উচিত। ভারত নিজেই সন্ত্রাসবাদ চালাচ্ছে। নিজের লোকেদের নিজেরাই খুন করছে এবং পাকিস্তানের উপরে দোষ চাপাচ্ছে। আমরা সবসময়ে শান্তির পক্ষে। শান্তি প্রতিষ্ঠা করতে শেখায় ইসলাম। আমরা ভারতের সঙ্গে সবসময়ে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করে এসেছি’।

এই মন্তব্যের পর পাল্টা নিজেই ট্রোলের মুখে পড়তে পড়েন তিনি। আর তার মধ্যেই আফ্রিদিকে কড়া ভাষায় জবাব দিলেন গব্বর।