আজকাল ওয়েবডেস্ক: সংসারে ফেরা আর হল না। সীমান্তে ছাড়াছাড়ি হল পরিবারের সঙ্গে। পাকিস্তানে স্বামীর কাছেই ফিরে গেল কোলের সন্তানরা। দেশে একাই থেকে গেলেন মা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। যে দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সীমান্তে অপেক্ষারত আরও অনেকেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই কেন্দ্রের তরফে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মতো দুই কোলের সন্তানকে নিয়ে সীমান্তে পৌঁছন উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা সানা। কিন্তু কেন্দ্রের নিয়ম অনুযায়ী, সীমান্ত পেরিয়ে আর পাকিস্তানে যেতে পারলেন না তিনি। 

জানা গেছে, সানা এদেশের নাগরিক। ২০২০ সালে পাকিস্তানি চিকিৎসক বিলালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার তিনি ভারতে এসেছেন। তার মধ্যে ঘটে যায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। তড়িঘড়ি দেশ ছাড়ার নির্দেশ পাওয়ায়, পাকিস্তানে যাওয়ার তোড়জোড় শুরু করেন। সীমান্তে পৌঁছেও পাকিস্তানে আর ফিরতে পারলেন না। 

সানা জানিয়েছেন, তাঁর দুই সন্তানের বয়স তিন ও এক বছর। তারা পাকিস্তানের নাগরিক। সেদিন সীমান্তে স্বামী এসেছিলেন তাঁদের ফিরিয়ে নিতে। কিন্তু সানা থেকে গেলেন ভারতেই। দুই সন্তানকে নিয়ে ফিরে যান বিলাল। কেন্দ্রের পরবর্তী নির্দেশের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তিনি। সংসারে কাছের মানুষদের কাছেই ফিরতে চান সানা।