আজকাল ওয়েবডেস্ক: নিজের সন্তানকে কেউ এমন কথা বলতে পারে? সদ্যোজাত সন্তানকে নিয়ে করা এক তরুণীর মন্তব্য ঘিরে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। ঠিক কী হয়েছে?
সম্প্রতি জেস নামের এক তরুণী নেটমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ব্রিটেনের বাসিন্দা ওই তরুণীর কোলে তখন তাঁর সদ্যোজাত সন্তান। পুত্রকে কোলে নিয়েই তিনি বলে ওঠেন, “ও কী বাজে দেখতে! ওর নাকটা তো সবচেয়ে খারাপ দেখতে!” তরুণী এও বলেন, “আমি আক্ষরিক অর্থেই ওর দিকে তাকিয়ে কেঁদে ফেলেছিলাম। প্রসববেদনার মধ্যেই আমার মনে হচ্ছিল ও এতো খারাপ দেখতে কেন!” সঙ্গে অকথ্য গালিগালাজ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ওঠে সমালোচনার ঝড়।
মায়ের এহেন আচরণে যারপরনাই বিরক্ত নেটিজেনদের একটি বড় অংশ। কেউ বলছেন, “সন্তানের প্রথম নিন্দুক।” কেউ কটাক্ষ করে লিখেছেন, “বছরের সেরা মা!” কেউ কেউ আঁতকে উঠেছেন শিশুটির ভবিষ্যতের কথা ভেবে। যার মা এমন তার শৈশব কতটা বেদনার হবে, প্রশ্ন করেছেন এক নেটাগরিক। প্রায় ১২ লক্ষ মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিও। সমালোচনার মুখে তরুণীর সাফাই, তিনি প্রসবকালীন হরমোনের প্রভাবে মুখ ফস্কে বলে ফেলেছেন কুকথা। যদিও তাঁর কথা যে খুব একটা চিরে ভিজছে না সেকথা বলাই বাহুল্য।
