জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে গণ্য করা হয়। জীবনে ধন-সম্পদ, ভোগ-বিলাস, প্রেম, সৌন্দর্য ও সুখের প্রধান দাতা হল শুক্র। কারও কুণ্ডলীতে শুক্র শক্তিশালী হলে সাধারণত তাঁকে অর্থকষ্টের মুখোমুখি হতে হয় না। আগামী ১২ জানুয়ারি শুক্র গ্রহ গোচর করে মকর রাশিতে প্রবেশ করবে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করবে, এরপর কুম্ভ রাশিতে গোচর করবে। এই প্রায় তিন সপ্তাহের সময়কালে শুক্র গ্রহ বিশেষভাবে চারটি রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতি ও সৌভাগ্য এনে দেবে।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি নিজেই শুক্র গ্রহ হওয়ায়, এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। এই সময়ে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আয় বৃদ্ধি পেতে পারে। ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে এবং নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য সময় অনুকূল থাকবে। অবিবাহিত বৃষ রাশির জাতকরা নতুন সম্পর্কে জড়াতে পারেন, আর বিবাহিতদের দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরপুর থাকবে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে অর্থ লাভের যোগ তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজ সফলভাবে সম্পন্ন হতে পারে এবং সুখবর বা মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিনের বাড়ি কেনার স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। মানসিকভাবে আপনি উৎসবের মেজাজে থাকবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের কাজের লক্ষ্য পূরণ হবে এবং কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়া যেতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ করে প্রেম ও সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। অবিবাহিতদের জীবনে উপযুক্ত জীবনসঙ্গীর আগমন ঘটতে পারে। পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন ব্যবসা শুরু করার সুযোগও আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও স্মরণীয় ভ্রমণে যাওয়ার যোগ তৈরি হতে পারে, যা মানসিকভাবে আপনাকে আনন্দ দেবে। আর্থিক দিক থেকেও এই সময় উন্নতির ইঙ্গিত দিচ্ছে।
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর অর্থ বৃদ্ধির পথ খুলে দেবে। যাঁরা ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের লোন মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সঙ্গীর কাছ থেকে ভালবাসা ও সমর্থন পাওয়া যাবে। পরিবারের সঙ্গে সুখে সময় কাটাবেন এবং সামগ্রিকভাবে জীবন আরও স্থিতিশীল ও আনন্দময় হয়ে উঠবে।
